
পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের উড়িয়ে দিয়েছিল নিউজিল্যান্ড। মঙ্গলবার (১৮ মার্চ) দ্বিতীয় ম্যাচেও সহজ জয় পেয়েছে কিউইরা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ের ফলে সিরিজে ২-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কিউই অধিনায়ক ব্রেসওয়েল। ম্যাচের আগে বৃষ্টি হওয়ায় ম্যাচটি নেমে আসে ১৫ ওভারে। নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৩৫ রানের পুঁজি পায় পাকিস্তান। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয়েছে পাকিস্তানের ওপেনাররা। ১৯ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় তারা।
তবে অধিনায়ক সালমান আগা এবং শেষ দিকে শাদাব ও শাহিন আফ্রিদির কল্যাণে চ্যালেঞ্জ করার মতো পুঁজি পায় সফরকারীরা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৬ রান আসে আগার ব্যাট থেকে। শাদাব খান ১৪ বলে করেন ২৬ রান। আর শাহিন আফ্রিদি করেন ২২ রান।
নিউজিল্যান্ডের হয়ে চার বোলার পেয়েছেন ২টি করে উইকেট। জেকব ডাফি ছিলেন তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল। এই কিউই পেসার ৩ ওভারে ২০ রান খরচায় নেন ২ উইকেট। এছাড়াও বেন সিয়ার্স, জিমি নিশাম এবং ইশ শোধিও পেয়েছেন দুইটি করে উইকেট।
জবাব দিতে নেমে ঝড়ো ব্যাটিং শুরু করে নিউজিল্যান্ডের ওপেনাররা। নিউজিল্যান্ডের ইনিংসের প্রথম ৪২ রানই আসে সাত ছক্কার মারে। টিম সেফার্ট ও ফিন অ্যালেনের ওপেনিং জুটি থেকে আসে ৬৬ রান। নিউজিল্যান্ডের এই ওপেনিং জুটিই ম্যাচে ব্যবধান গড়ে দেয়। সেফার্ট ২২ বলে ৪৫ রানে এবং অ্যালেন ১৬ বলে করেন ৩৮ রান।
শেষ দিকে দ্রুত কিছু উইকেট হারালেও ৫ উইকেট ও ১১ বল হাতে রেখে জয় পায় নিউজিল্যান্ড। মিচেল হে ১৬ বলে ২১ রানে এবং ব্রেসওয়েল ২ বলে ৫ রানে অপরাজিত ছিলেন। পাকিস্তানের হয়ে ২০ রানে ২ উইকেট নিয়েছেন হারিস রউফ। সিরিজের তৃতীয় ম্যাচ আগামী শুক্রবার (২১ মার্চ)।
বাংলাদেশ সময়: ১২:৩৫:১৬ ১০ বার পঠিত