ডেনমার্কের কাছে হারল রোনালদোর পর্তুগাল, কোনোমতে হার এড়াল স্পেন

প্রথম পাতা » খেলাধুলা » ডেনমার্কের কাছে হারল রোনালদোর পর্তুগাল, কোনোমতে হার এড়াল স্পেন
শুক্রবার, ২১ মার্চ ২০২৫



ডেনমার্কের কাছে হারল রোনালদোর পর্তুগাল, কোনোমতে হার এড়াল স্পেন

পুরো ম্যাচে নিজেদের ছায়া হয়ে থাকলেন ক্রিস্টিয়ানো রোনালদো-ব্রুনো ফার্নান্দেজরা। ডেনমার্কের বিপক্ষে খুব একটা গোলের সুযোগই তৈরি করতে পারেননি নামীদামী এই তারকারা। উল্টো শেষ ৭৮ মিনিটে গোল খেয়ে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। রাতের আরেক ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে কোনোমতে ড্র করেছে স্পেন।

কোপেনহেগেনে বৃহস্পতিবার (২০ মার্চ) উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে ডেনমার্ক। রটারডামে আরেক ম্যাচে ২-২ গোলে ড্র করেছে স্পেন-নেদারল্যান্ডস।

ঘরের মাঠে শুরু থেকেই একের পর এক আক্রমণে পর্তুগালকে চাপে রাখে ডেনমার্ক। অন্যদিকে পর্তুগাল তেমন কোনো জবাবই দিতে পারেনি। গোলরক্ষক দিয়েগো কস্তার নৈপুণ্যে প্রথমার্ধটা কোনোরকমে পার করে দিলেও দ্বিতীয়ার্ধে আর জাল অক্ষত রাখতে পারেনি পর্তুগিজরা।

ম্যাচের ৭৮তম মিনিটে পাসিং ফুটবলে শাণানো আক্রমণে বক্সে সতীর্থের পাস পেয়ে ঠাণ্ডা মাথায় প্লেসিং শট কস্তার প্রতিরোধ ভাঙেন রাসমুস হয়লুন। আর এই গোলই গড়ে দেয় ম্যাচের ভাগ্য।

গোল খেয়েও তেমন প্রতিরোধ গড়তে পারেনি পর্তুগাল। পুরো ম্যাচে গোলের জন্য ৮টি শট নিতে পারে রোনালদোরা, যার মধ্যে কেবল দুটি ছিল লক্ষ্যে। অন্যদিকে ডেনমার্কের ২৩ শটের ৯টি লক্ষ্যে। এই পরিসংখ্যানেই আন্দাজ করা যায়, কেমন ছিল রোনালদোদের দিন।

অন্যদিকে, রটারডামের ম্যাচে শুরুতেই গোলের দেখা পায় স্পেন। নবম মিনিটে প্রতিপক্ষের একজনের পা থেকে বল কেড়ে নিয়ে লামিনে ইয়ামাল বক্সে পাস দেন পেদ্রিকে। এই মিডফিল্ডারের পাস প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে দারুণভাবে শরীরটা ঘুরিয়ে নিচু শটে জালে পাঠান ২২ বছর বয়সী ফরোয়ার্ড নিকো উইলিয়ামস।

২৮ মিনিটে ডাচদের ম্যাচে ফেরান কোডি গাকপো। বক্সে হেডে বল স্পেনের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে না পারায় সতীর্থের পাসে ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ২৫ বছর বয়সী লিভারপুল ফরোয়ার্ড।

ধীরে ধীরে গুছিয়ে ওঠা ডাচরা ৩৬ মিনিটে এগিয়েও যেতে পারত। মেমফিস ডিপাইয়ের জোরাল শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক উনাই সিমোন।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। ডান দিক দিয়ে বক্সে ঢুকে কাট-ব্যাক করেন জেরেমি ফ্রিম্পং, আর ছুটে গিয়ে বক্সের বাইরে থেকে নিচু শটে লক্ষ্যভেদ করেন এসি মিলান মিডফিল্ডার রেইন্ডার্স।

পিছিয়ে যাওয়ার পর আক্রমণে ধার বাড়াতে থাকে স্পেন। পিছিয়ে ছিল না ডাচরাও। আক্রমণ-পাল্টা আক্রমণে চলতে থাকে লড়াই। ৮১ মিনিটে রবিন লে নরম্যান্ডকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডাচ ডিফেন্ডার জোরেল হাতো। আর এই সুযোগে ৮৪ মিনিটে সমতা ফেরায় স্পেন। নিকো উইলিয়ামসের শট গোলরক্ষক ফেরানোর পর জালে পাঠান বদলি নামা মেরিনো।

বাংলাদেশ সময়: ১২:৩০:২৪   ১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ডেনমার্কের কাছে হারল রোনালদোর পর্তুগাল, কোনোমতে হার এড়াল স্পেন
ক্রোয়েশিয়ার কাছে হারল ফ্রান্স, ঘুরে দাঁড়িয়ে জার্মানির জয়
ভিনিসিউসের বাঁকানো শটের গোলে এক লাফে টেবিলের দুইয়ে ব্রাজিল
হামজাকে নিয়ে ভারতকে হারানোর আশায় দেশ ছাড়ল বাংলাদেশ দল
নারী চ্যাম্পিয়ন্স লিগেও রিয়ালের দাপট, শেষ আটে হারালো আর্সেনালকে
দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানকে সহজে হারাল নিউজিল্যান্ড
দেশে এসে পৌঁছেছেন হামজা চৌধুরী
মেসির গোল, ইন্টার মায়ামি উঠল টেবিলের শীর্ষে
রাতে লন্ডন ডার্বিতে মুখোমুখি চেলসি-আর্সেনাল
রোনালদোর ৯২৮তম গোল, ১০ জন নিয়েও আল নাসরের জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ