যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখুন : তারেক রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখুন : তারেক রহমান
শনিবার, ২২ মার্চ ২০২৫



যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখুন : তারেক রহমান

‘মতের ভিন্নতা’ থাকলেও যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখার প্রতি গুরুত্বারোপ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ‘আমাদের যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে। মতের-ভিন্নতা থাকবে, আমরা বসব, আলোচনা করব। এমন কিছু আমরা বলব না, এমন কিছু করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব, যাতে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেত্মাতারা আবার এদেশের মানুষের কাঁধে চেপে বসতে না পারে। এই হোক আমাদের প্রত্যাশা, এই হোক আমাদের শপথ।’

আজ শনিবার ১২ দলীয় জোটের ইফতার মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই আহ্বান জানান।

আন্দোলনে সহকর্মী-আপনজনদের হারানোর কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আসুন যে ঐক্য নিয়ে আমরা স্বৈরাচার বিদায় করেছিলাম সেই ঐক্য আমরা ধরে রাখি। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে এই ঐক্য বজায় রেখে, এই ঐক্য ধরে রেখে এদেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠিত করা।’

তিনি বলেন, এদেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করবো।

রাজধানীর মালিবাগে একটি হোটেলে আয়োজিত এই ইফতার মাহফিলে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ অংশ নেন।

সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো দুঃখজনক উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দুঃখজনকভাবে আমরা দেখছি, একটি পরিস্থিতির উদ্ভব হচ্ছে- সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। এখানে আপনারা সবাই রাজনীতিবিদ। গণতন্ত্র বলতে একজন সাধারণ মানুষের কাছে কি বুঝায়? সাধারণ মানুষের কাছে এক কথায় নির্বাচন, নির্ভয়ে ভোট দেয়ার যে সিষ্টেম সেটিকে গণতন্ত্র বলি আমরা।’

তারেক বলেন, কেউ কেউ বলছেন যে সংস্কার শেষ হবে- তারপরে নির্বাচন হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যেটা শেষ হয়ে যায় সেটা তো সংস্কার হতে পারে না। সংস্কার একটা কনটিনিউআস প্রসেস, চলমান প্রক্রিয়া। আমাদের শিক্ষা ব্যবস্থায় যে গাফেলতিগুলো আছে সেই ত্রুটিগুলোকে আমরা সংস্কার করব, পরিবর্তন করব এবং সময়ের সাথে আরও যখন সামনে এগিয়ে যাবো আরও ভালো ব্যবস্থা করবো। শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত কররো। দেশের মানুষের জন্য যে চিকিৎসা ব্যবস্থা আছে সেটিকে আমরা পরিবর্তন করব, উন্নত করব, পরিবর্তিত পরিস্থিতিতে সেটি এগিয়ে যাওয়ার পর আরও ভালো করার চেষ্টা করবো।

উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের উদ্দেশ্য বলেন, এখানে আমরা যারা আছি রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ, আমাদের রাজনৈতিক ভিন্নমত আছে, আদর্শ সবার এক নয়। কিছু কিছু ভিন্নতা আছে। তবে একটি জায়গা আমরা সকলে এক, তা হচ্ছে বাংলাদেশ,বাংলাদেশের মানুষ ও গণতন্ত্র। এখানে কোনো বিভেদ নেই।

১২ দলীয় জোটের সমন্বয়ক জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও মুখপাত্র জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদার সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনায় বিএনপির সেলিমা রহমান, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয়তাবাদী সমমনা জোটের ফরিদুজ্জামান ফরহাদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার,এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আখতার হোসেন, গণ অধিকার পরিষদ ফারুক হাসান ও জাতীয় পার্টিও (কাজী জাফর) কাজী নাহিদ বক্তৃতা করেন।

ইফতারে বিএনপির জয়নুল আবদিন ফারুক, মাহাদি আমিন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুর রকীব, জাগপার খন্দকার লুৎফুর রহমান, রাশেদ প্রধান, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, বাংলাদেশ লেবার পার্টির ফারুক রহমান, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মহিউদ্দিন ইকরাম, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩০:৫১   ১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ : বৈশ্বিক বিনিয়োগের দুয়ার খুলছে
গণঅভ্যুত্থানে শহীদ ও তাদের পরিবার দেশের সম্পদ : প্রাণিসম্পদ উপদেষ্টা
হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন চাই না: শহীদ মুগ্ধর বাবা
একনেক সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫,৪৫২.৪২ কোটি টাকার খাদ্য কর্মসূচি অনুমোদন
সেনাবাহিনী জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে : সেনাপ্রধান
জামালপুরে কামরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আলমগীর হোসেন
যুক্তরাষ্ট্রের বন্দুক হামলায় নিহত ৩, আহত ১৫
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ৭১ জন গ্রেপ্তার
হাইকোর্টে চিন্ময় দাসের জামিন শুনানি ২৩ এপ্রিল
নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রী-সন্তান দগ্ধ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ