ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল তুরস্ক

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল তুরস্ক
রবিবার, ২৩ মার্চ ২০২৫



ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল তুরস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুলসহ দেশটির বিভিন্ন শহর।

রোববার (২৩ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে জানায়, গ্রেপ্তারের প্রতিবাদে তুমুল সংঘাত-সহিংসতায় উত্তাল তুরস্কের রাজপথ। দেশটির বিরোধী দল এই গ্রেপ্তারের ঘটনাকে তুর্কি গণতন্ত্রের জন্য একটি বড় আঘাত হিসেবে দেখছেন।

তুর্কি সরকার জানিয়েছে, বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত তিন শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

দুর্নীতি ও সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে স্থানীয় সময় শনিবার (২২ মার্চ) আদালতে জিজ্ঞাসাবাদ করা হয় ইমামোগলুকে। এ সময় আদালতের বাইরেও বিক্ষোভ করে তার সমর্থকরা।

গত বুধবার (১৯ মার্চ) স্থানীয় সময় সকালে, প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) সদস্য একরেম ইমামোগলুকে দুর্নীতি এবং সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা করার অভিযোগে গ্রেফতার করা হয়। এই গ্রেপ্তারের পর থেকেই ইস্তাম্বুলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। হাজারও মানুষ পুলিশ সদর দফতরের কাছে জড়ো হয়ে মেয়রের সমর্থনে এবং সরকারবিরোধী স্লোগান দিতে থাকে।

৫৪ বছর বয়সী ইমামোগলু গত কয়েক মাসে এরদোয়ান ও তার সরকারের তীব্র সমালোচনা করেছেন। যার ফলে তার বিরুদ্ধে একের পর এক আইনি পদক্ষেপ নেয়া হয়েছে। বুধবার (১৯ মার্চ) গ্রেফতারের পূর্বে তিনি বলেন যে অন্যায়ের বিরুদ্ধে হাল ছাড়বেন না এবং চাপের মুখে দাঁড়িয়ে থাকবেন।
বিজ্ঞাপন

ইমামোগলুর গ্রেপ্তারের তুরস্কের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। বিরোধী দল এবং সরকারের সমালোচকরা এই ঘটনাকে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার ওপর হামলা হিসেবে দেখছেন। এই বিক্ষোভ তুরস্কের রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সমালোচকরা যুক্তি দিচ্ছেন যে এই পদক্ষেপগুলি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত, যা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিরোধী পক্ষের মতামত দমন এবং ক্ষমতা সংহত করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, ইমামোগলু বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) একজন বিশিষ্ট নেতা। প্রেসিডেন্ট এরদোগানের একজন কট্টর সমালোচকও তিনি। তার গ্রেপ্তারের বিরুদ্ধে বিরোধী সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভ প্রকাশ পেয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৫২:৪৩   ১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মধ্যরাতে গাজায় ইসরায়েলের হামলা, নিহত ২০
মার্কিন পররাষ্ট্র দপ্তরে ফের বাংলাদেশ প্রসঙ্গ, যা বললেন মুখপাত্র
নিউজিল্যান্ডে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা নেই
যুক্তরাষ্ট্রের বন্দুক হামলায় নিহত ৩, আহত ১৫
লেবাননে ইসরায়েলি হামলায় মৃত ৭, গাজায় প্রাণ গেল আরও ৩৪ ফিলিস্তিনির
ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল তুরস্ক
এরদোয়ানের হুঁশিয়ারির মধ্যেই রাস্তায় হাজারো মানুষের বিক্ষোভ
নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলে হাজারো মানুষের বিক্ষোভ
গাজায় তিন দিনে হামলায় নিহত ৬০০
গাজায় ইসরায়েলি হামলায় ‘পূর্ণ সমর্থন’ ট্রাম্পের: হোয়াইট হাউস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ