কেমন হতে পারে বাংলাদেশ ও ভারতের সম্ভাব্য একাদশ?

প্রথম পাতা » খেলাধুলা » কেমন হতে পারে বাংলাদেশ ও ভারতের সম্ভাব্য একাদশ?
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫



কেমন হতে পারে বাংলাদেশ ও ভারতের সম্ভাব্য একাদশ?

বাংলাদেশ-ভারত ম্যাচের আগে দু’দলের একাদশ নিয়ে চলছে আলোচনা। হামজার অন্তর্ভুক্তিতে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সেরা একাদশ কেমন হতে পারে? জয়ের জন্যে কোন ফর্মেশনে স্কোয়াড সাজাতে পারেন মাস্টারমাইন্ড মানালো মার্কেজ? দু’দলের সম্ভাব্য একাদশ নিয়েই এই প্রতিবেদন।

বেঙ্গল টাগার্স বনাম ব্লু টাইগার্স। হাই প্রোফাইল হামজা চৌধুরী নাকি লিজেন্ড সুনীল ছেত্রী? অনেক হিসেব নিকেশের এই ম্যাচ যে এখন শুধু একটা ম্যাচই নয় বরং রূপ নিয়েছে ব্যাটেলে।

লড়াইটা মর্যাদার, লড়াইটা দুই স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আর মানালো মার্কেজের। তাই তো জয়ের জন্য ক্ষুধার্ত দুই মাস্টারমাইন্ড। কিন্তু, প্রশ্নটা হলো জয়ের জন্য সেরা একাদশ কাদের নিয়ে সাজাচ্ছেন দুই কোচ?

এশিয়ান কাপ বাছাইপর্বের এ ম্যাচের আগে হ্যাভিয়ের ক্যাবরেরা ২৩ জনকে নিয়ে কন্ডিশনিং ক্যাম্প করেন। নতুন আর পুরনোদের মিশেলে গড়া স্কোয়াড থেকে এবার সেরা একাদশ সাজানোর লক্ষ্য কোচের। যেখানে নতুন সংযোজন হামজা চৌধুরী। তাকে ঘিরেই সাজানো হচ্ছে পরিকল্পনা। সম্ভাব্য ৪-৩-৩ ফর্মেশনে স্কোয়াড সাজাবেন লাল-সবুজ কোচ।

সেরা একাদশে থাকবেন হামজা, জামাল তপুরা। পোস্ট সামলানোর দায়িত্ব থাকবে ঘরোয়া ফুটবলে দারুণ পারফর্ম করা মিতুল মারমার। ডিফেন্স লাইনে সেন্টার ব্যাক পজিশনে তুরুপের তাস হতে পারেন দুই অভিজ্ঞ ফুটবলার তপু বর্মন আর তারিক কাজি। রাইট ব্যাকে কোচের ভরসার নাম সাদ উদ্দীন আর লেফট ব্যাকে দেখা যেতে পারে ইসা ফয়সালকে। তবে কোটি টাকার প্রশ্ন, হামজা খেলবেন কোথায়? উত্তরটা যদিও হামজা চৌধুরী আগেই জানিয়ে দিয়েছিলেন। পছন্দের মিডফিল্ডেই খেলতে চান তিনি। কোচেরও পরিকল্পনায় আছে তেমনটাই। ডিফেন্সিভ মিডফিল্ডে দেখা যাবে হামজাকে। সেখানে তার সঙ্গী অধিনায়ক জামাল ভূঁইয়া ও হৃদয়।

আর ফরোয়ার্ড লাইনে কোচের ভরসার প্রতীক হতে পারেন দুই ইয়াংস্টার শেখ মোরসালিন আর আল আমিন। তাদের সঙ্গী অভিজ্ঞ রাকিব।

এদিকে, বাংলাদেশ দল নিয়ে পরিকল্পনার অন্ত নেই ভারতের। তাইতো নিজেদের ফুটবলের সবচেয়ে বড় তারকাকে অবসর ভেঙে ফিরিয়েছে দলে। ইনজুরি সমস্যাও আছে বেশ কিছু। ইতোমধ্যেই দল থেকে ছিটকে গেছেন ব্রেন্ডন ফার্নান্দেজ। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন উইঙ্গার উদান্ত সিং কুমার। চোটের কারণে ছিটকে গেছেন লালিয়ান জুয়ালা ছাংতে আর মানবীর সিং। সম্ভাব্য ৪-২-৩-১ ফর্মেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা স্প্যানিশ মাস্টারমাইন্ড মানালো মার্কেজের।

ভারতের পোস্ট সামলাবেন বিশাল কাইথ। ডিফেন্স লাইনে কোচের ভরসার প্রতীক মালদ্বীপের বিপক্ষে গোল করা রাহুল ভেকে, মাহাতাব সিং, সন্দেস কিংগান আর শুভাশীষ বোস। মিডফিল্ডে সুরেশ সিং, লিস্টন কোলাসোদের ওপরই রাখছেন আস্থা। আর ফরোয়ার্ড লাইনে সেই সুনীলই ত্রানকর্তা। তার সঙ্গে ফারুক চৌধুরী আর ইরফান ইয়াদওয়াদকে নিয়েই সম্ভাব্য একাদশ সাজানোর পরিকল্পনা কোচের।

বাংলাদেশ সময়: ১২:১৫:৪৩   ১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


কেমন হতে পারে বাংলাদেশ ও ভারতের সম্ভাব্য একাদশ?
পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দলে নতুন দুই মুখ
আলমাদা ম্যাজিকে উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা
ডেনমার্কের কাছে হারল রোনালদোর পর্তুগাল, কোনোমতে হার এড়াল স্পেন
ক্রোয়েশিয়ার কাছে হারল ফ্রান্স, ঘুরে দাঁড়িয়ে জার্মানির জয়
ভিনিসিউসের বাঁকানো শটের গোলে এক লাফে টেবিলের দুইয়ে ব্রাজিল
হামজাকে নিয়ে ভারতকে হারানোর আশায় দেশ ছাড়ল বাংলাদেশ দল
নারী চ্যাম্পিয়ন্স লিগেও রিয়ালের দাপট, শেষ আটে হারালো আর্সেনালকে
দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানকে সহজে হারাল নিউজিল্যান্ড
দেশে এসে পৌঁছেছেন হামজা চৌধুরী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ