দেশে প্রতিদিন গণতন্ত্রহীন পরিস্থিতি বিরাজ করছে : আমীর খসরু

প্রথম পাতা » চট্টগ্রাম » দেশে প্রতিদিন গণতন্ত্রহীন পরিস্থিতি বিরাজ করছে : আমীর খসরু
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫



দেশে প্রতিদিন গণতন্ত্রহীন পরিস্থিতি বিরাজ করছে : আমীর খসরু

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে প্রতিদিন গণতন্ত্রহীন পরিস্থিতি বিরাজ করছে। অনুগ্রহ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করুন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন। যে সংস্কারের কথা বলা হচ্ছে, তা নির্বাচিত সরকারের দায়িত্ব। জনগণের ভোটে নির্বাচিত সরকারই প্রকৃত সংস্কার কার্যক্রম পরিচালনা করবে।

আজ শুক্রবার (২৮ মার্চ) চট্টগ্রাম ক্লাবে সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, বর্তমানে অনেককে শেখ হাসিনার মতো ভাষায় কথা বলতে দেখা যাচ্ছে। শেখ হাসিনা বলতেন, ‘আমরা উন্নয়ন করছি, বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছি, তাহলে নির্বাচনের দরকার কী?’ এখন অন্তর্বর্তী সরকারও একই সুরে বলছে, ‘আমরা সংস্কার করছি, অর্থনৈতিক উন্নয়ন করছি।’ কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই- সংস্কার করা আপনাদের দায়িত্ব নয়। আপনাদের মূল কাজ হলো একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।

তিনি আরও বলেন, রাজনীতিবিদ ও সাংবাদিকদের একসঙ্গে কাজ করতে হয়, একে অপরকে ছাড়া সঠিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। দীর্ঘদিন পর একটি স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে এবং ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছেন। রাজনীতিতে এখন বড় পরিবর্তন এসেছে, তাই নতুন বাংলাদেশের গঠনে রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

সাংবাদিকদের উদ্দেশে আমীর খসরু বলেন, চট্টগ্রামের সাংবাদিকদের অভিযোগ ছিল আমি ঢাকায় বেশি সময় দিই। এজন্য আমি ঠিক করেছি আজকে কোনো ফরমাল প্রোগ্রাম করব না। আমি চট্টগ্রাম চেম্বারের সভাপতি থাকা অবস্থা থেকে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ শুরু হয়। চট্টগ্রামের সাংবাদিকদের সঙ্গে আমার সম্পর্ক অন্তত ৪০ বছরের।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২০:৩০   ১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


এখন আরেক দল শেখ হাসিনার মতো ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে : আমীর খসরু
ঈদযাত্রা নিরাপদে রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যাবের টহল-তল্লাশি
আরাকান আর্মি হাতে আটক ৬ জেলে দেশে ফিরলেন
ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় মদসহ পিকআপভ্যান জব্দ
ছিনতাই-ডাকাতির শঙ্কা: চট্টগ্রামে কয়েক স্তরের নিরাপত্তা
দেশে প্রতিদিন গণতন্ত্রহীন পরিস্থিতি বিরাজ করছে : আমীর খসরু
স্বপ্নের ফেরি চালু হওয়ায় উচ্ছ্বসিত সন্দ্বীপের চার লাখ বাসিন্দা
ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, ৪ বছর পর গৃহশিক্ষক গ্রেপ্তার
চারগুণ মাশুল আদায়ের সিদ্ধান্তে মুখোমুখি চট্টগ্রাম বন্দর ও বিজিএমইএ
খাগড়াছড়িতে দুই দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল ও সরঞ্জাম উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ