এখন আরেক দল শেখ হাসিনার মতো ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে : আমীর খসরু

প্রথম পাতা » চট্টগ্রাম » এখন আরেক দল শেখ হাসিনার মতো ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে : আমীর খসরু
শনিবার, ২৯ মার্চ ২০২৫



এখন আরেক দল শেখ হাসিনার মতো ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে : আমীর খসরু

এখন আরেক দল শেখ হাসিনার মতো ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২৯ মার্চ) বিকেলে নগরীর পাঁচলাইশ থানাসংলগ্ন কিং অব চিটাগাং এ পবিত্র মাহে রমজান উপলক্ষে ৮ নম্বর শোলকবহর ওয়ার্ড বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, এখন আবার আরেক দল নামছে। এরা বলতেছে, ‘আমাদের এতগুলো কাজ করতে হবে, সংস্কার করতে হবে।
ভোটের জন্য অপেক্ষা করতে হবে। তারা তো বুঝতে পারছে না, তারা যে শেখ হাসিনার ভাষায় জনগণের কাছ থেকে ভোটাধিকার কেড়ে নিয়ে ভোটকে বিলম্বিত করে, দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। সেটা কারো কাম্য নয়।’

কিছু কিছু শক্তি জনগণকে ভয় পাচ্ছে মন্তব্য করে আমীর খসরু বলেন, আজকে কিছু কিছু শক্তি যারা জনগণকে ভয় পায়, যাদের জনগণের ওপর আস্থা নেই, যারা নির্বাচনব্যবস্থাকে ভয় পায়, নির্বাচনে যেতেও ভয় পায়।
কারণ তারা জানে নির্বাচনে গেলে তাদের হয়তো যেই ফলাফল আসা দরকার সেটা আসবে না। সেজন্য শেখ হাসিনা যেভাবে ১৫ বছর জনগণকে নির্বাচনে যেতে দেয়নি। বলে, আমি উন্নয়ন করতেছি, এটা-ওটা করতেছি, ভোটের দরকার কী?

এখানে কাউকে দেশের পরিবর্তনের দায়িত্ব দেওয়া হয়নি মন্তব্য করে তিনি বলেন, দেশের পরিবর্তন আসবে ভোটের মাধ্যমে। নির্বাচিত প্রতিনিধিরা সরকার সংসদে গিয়ে দেশের সব পরিবর্তন আনবে।
আর কাউকে পরিবর্তনের দায়িত্ব দেওয়া হয়নি এখানে। তাই অতিসত্বর নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হবে। তারাই ঠিক করবে দেশ কোন পথে যাবে। আর কেউ নয়।

তিনি আরো বলেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের যে সংগ্রাম করেছি।
গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা গণতন্ত্র চাই, মানবাধিকার চাই, আইনাধিকার চাই, আইনের শাসন চাই। দেশের মানুষের নির্বাচিত জনগণের মাধ্যমে একটি সংসদ চাই, সরকার চাই, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। সকলে মিলে আমরা ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন করব।’

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘উশৃঙ্খল হলে চলবে না, নতুন রাজনীতি হচ্ছে শৃঙ্খলার রাজনীতি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের মানুষের মনোজগতে পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। মানুষের নতুন চিন্তা ধারণ করতে হবে, তাহলে বিএনপির রাজনীতি এগিয়ে যেতে হবে।’

বাংলাদেশ সময়: ২৩:৫৮:৩৫   ২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


এখন আরেক দল শেখ হাসিনার মতো ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে : আমীর খসরু
ঈদযাত্রা নিরাপদে রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যাবের টহল-তল্লাশি
আরাকান আর্মি হাতে আটক ৬ জেলে দেশে ফিরলেন
ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় মদসহ পিকআপভ্যান জব্দ
ছিনতাই-ডাকাতির শঙ্কা: চট্টগ্রামে কয়েক স্তরের নিরাপত্তা
দেশে প্রতিদিন গণতন্ত্রহীন পরিস্থিতি বিরাজ করছে : আমীর খসরু
স্বপ্নের ফেরি চালু হওয়ায় উচ্ছ্বসিত সন্দ্বীপের চার লাখ বাসিন্দা
ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, ৪ বছর পর গৃহশিক্ষক গ্রেপ্তার
চারগুণ মাশুল আদায়ের সিদ্ধান্তে মুখোমুখি চট্টগ্রাম বন্দর ও বিজিএমইএ
খাগড়াছড়িতে দুই দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল ও সরঞ্জাম উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ