
মাঠে ফিরেই ঝলক দেখালেন আর্জেন্টাইন প্রাণ ভোমড় লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে গোলের দেখা পেয়েছেন এলএম টেন। লিও’র গোলে ফিলাডেলফিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি।
ইনজুরির কারণে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। ব্রাজিলের বিপক্ষের গুরুত্বপূর্ণ ক্ল্যাসিকো মিস করেছেন বিশ্বকাপ জয়ী তারকা। মূলত তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। তবে ঠিকই দাপুটে জয় পেয়েছিল তার দল আলবিসেলেস্তেরা।
এদিকে রোববার (৩০ মার্চ) ক্লাবের হয়ে মাঠে ফিরেই মুন্সিয়ানা দেখিয়েছেন আর্জেন্টাইন সুপার স্টার। মাঠে নামার ১ মিনিট পরই গোল করেন এলএম টেন। বেশকিছু দিন পর মাঠে ফেরায় শুরুর একাদশে ছিলেন না মেসি। ৫৫ মিনিটে মাঠে নেমে ৫৭ মিনিটে দলের লিড ডাবল করেন মেসি।
অবশ্য তার আগে ইন্টার মায়ামিকে লিড এনে দেন রবার্ট টেইলর। শেষ দিকে একটি গোল করে ফিলাডেলফিয়া। তবে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে সমস্যা হয়নি ইন্টার মায়ামির।
চলতি মৌসুমে এ নিয়ে মাত্র তিনটি এমএলএসের ম্যাচ খেলতে পেরেছেন মেসি। তার মধ্যে এটা ছিল তার দ্বিতীয় গোল।
মিয়ামির হেড কোচ হ্যাভিয়ের মাশচেরানো বলেন, ‘আমি চেয়েছি মেসিকে অন অ্যাকশনে ফিরিয়ে আনতে। তবে এ ক্ষেত্রে আমার সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো, তাকে নিয়ে কোনো ঝুঁকি নেওয়া যাবে না। আমরা কিছু সময়ের জন্য মাঠে চেয়েছি মেসিকে। তিনি যেন মাঠে নেমে ৩০-৩৫ মিনিটের মত খেলার সুযোগ পান। ইনজুরি সময়ে গিয়ে যেটা খেলেছেন, সেটাও ছিল অতিরিক্ত। তবে, তিনি ভালো বোধ করেছেন।’
বাংলাদেশ সময়: ১৪:০১:৫৭ ১৬ বার পঠিত