
ঢাকা-চট্টগ্রাম রেলপথে কেবল কাটার সময় দুই যুবককে আটক করা হয়েছে। সোমবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে ভৈরব রেলওয়ে জংশন স্টেশনের অদূরে ২২৯নং ব্রিজের রেললাইনের সিগন্যাল থেকে তাদের আটক করে রেলওয়ে পুলিশ।
আটকরা হলেন: উপজেলার নাটাল মোড় এলাকার মৃত রিয়াসত আলীর ছেলে সুমন (২৪) ও লক্ষ্মীপুর এলাকার আমির উদ্দিনের ছেলে আলামিন (২৩)।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাঈদ আহমেদ পিপিএম জানান, সিগন্যালম্যানের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসী ও পুলিশ ধাওয়া করে সুমন ও আলামিন নামে দুজনকে আটক করতে সক্ষম হন। এ সময় তাদের নিজ হেফাজতে রাখা কেবল তারের কিছুটা কাটা অংশ ও কেবল কাটায় ব্যবহৃত একটি ধারালো ছুরি আর একটি কাটিং প্লাস জব্দ করা হয়।
তিনি আরও জানান, ঈদের দিন হওয়ায় অধিকাংশ ট্রেন চলাচল বন্ধ ছিল বলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি বা যাত্রীদের কোনো ভোগান্তি সৃষ্টি হয়নি। ঘটনার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ক্যাবল মেরামতের কাজ শেষ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক সুমন ও আলামিনের বিরুদ্ধে মামলা দায়ের করে আসামিদের বিজ্ঞ আদালতে পাঠায়।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে, তারা টাকার জন্য তার কেটেছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী অজ্ঞাত আরও কয়েকজন পালিয়ে গেছেন।
ভৈরব রেলওয়ে ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (সংকেত) এসএসই সজীব মিয়া বলেন, ‘এ ঘটনার পরপরই বিচ্ছিন্ন কেবল মেরামত করে ট্রেন চলাচলে উপযোগী করা হয়।’
বাংলাদেশ সময়: ১৪:৩৭:০৪ ৯ বার পঠিত