জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫



জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং জনগণের প্রত্যাশা পূরণে তারা কাজ করছে। তিনি বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি আন্দোলন-সংগ্রাম চালিয়েছে এবং জনগণ মনে করে, শেখ হাসিনার পতন মানেই বিএনপির বিজয়।”

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকায় ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াসউদ্দিন বলেন, “বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেবে, রাষ্ট্রের সম্পদ চুরি বন্ধ করবে এবং জনগণের সুখ-দুঃখে পাশে থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে বসে রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা কর্মসূচী জাতির সামনে পেশ করেছেন।”

তিনি বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে গণতন্ত্রকে হত্যা করেছেন এবং মানুষের ভোটের অধিকার সম্পূর্ণরূপে নষ্ট করেছেন। আমাদের প্রথম দাবি, গণতন্ত্র উদ্ধার করা। জনগণ তাদের পছন্দমত নেতা নির্বাচিত করতে চান, সেজন্য একটি অবাধ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।”

গিয়াসউদ্দিন আরও বলেন, “স্বৈরাচার সরকার এ দেশের নিরস্ত্র মানুষকে হত্যা করেছে, গণহত্যা করেছে, দেশের অর্থ-সম্পদ বিদেশে পাচার করেছে। জনগণের প্রত্যাশা এই দোষীদের শাস্তির ব্যবস্থা করা হোক।” তিনি বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করারও আহ্বান জানান এবং বলেন, “বিচারালয় যেন ক্ষমতাসীনদের দখলে না থাকে এবং কেউ যেন আর দেশের অর্থ বিদেশে পাচার করতে না পারে।”

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আওয়ামী লীগ একটি বড় স্বৈরাচারী দল, তারা দীর্ঘদিন ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা পরিচালনা করেছে। তাই তারা প্রাণভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে।” তিনি আরও বলেন, “২০০১ সালে নারায়ণগঞ্জের গডফাদার রাতের আঁধারে পালিয়ে গিয়েছিল, এবারও তারা অস্ত্র ও হুমকির সঙ্গে অনেক কিছু করেছে, কিন্তু ৫ তারিখের পর তাদের আর খুঁজে পাওয়া যায়নি।”

৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডি.এইচ. বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীনের পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম.এ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, যুবদল নেতা ডা. মঞ্জুরুল আলম মুসা, বিএনপি নেতা আক্তার হোসেন ও আমির হোসেন প্রধান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:১১:৪৪   ৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে ইলেকশন আনার চেষ্টা করতেছি আমি একা : ফজলুর রহমান
রূপগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার
তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. ইউনূস
জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুট, ১০ জনকে কুপিয়ে জখম
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা
শহীদ আনাসের পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন শারমীন এস মুরশিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ