
লা লিগার চলতি মৌসুমে শিরোপার জন্য লড়াই করছেন দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনাকে পিছনে ফেলতে হলে নিজের জয়ের ধারা অব্যাহত রাখতে হবে লস ব্লাঙ্কোসদের। তাই প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ রিয়াল মাদ্রিদের জন্য। তবে এর মাঝেই বর্তমান চ্যাম্পিয়নদের হারের তিতো স্বাদ ভোগ করিয়ে বার্সার জন্য সুবিধা করে দিয়েছে ভ্যালেন্সিয়া।
শনিবার (৫ এপ্রিল) ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়াকে আতিথেয়তা দিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রতিপক্ষের মাঠে দুর্দান্ত ফুটবল খেলে ২-১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে ভ্যালেন্সিয়া। এদিন পেনাল্টি মিস করলেও বিরতির পর গোল করে দলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র।
এদিন ঘরের মাঠে প্রথম ১৫ মিনিটেই এগিয়ে যেতে পারত রিয়াল মাদ্রিদ। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। বিপরীতে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। দশম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে সবাইকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে পড়েন কিলিয়ান এমবাপ্পে।
তাকে ডিফেন্ডার তাররেগা ফেলে দিলে পেনাল্টি পায় রিয়াল; কিন্তু ভিনিসিউসের দুর্বল স্পট কিক রুখে দেন জিওর্জি মামারদাশভিলি। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন ভিনিসিয়ুস।
১৫তম কর্নারে উড়ে আসা বল দারুণ হেডে জালে পাঠান দিয়াখাবি। প্রথম ও দ্বিতীয় পছন্দের গোলরক্ষক থিবো কোর্তোয়া ও আন্দ্রি লুনিনের চোটে সুযোগ পাওয়া ফ্রান গন্সালেস জায়গা থেকে নড়ার সুযোগ পাননি।
পিছিয়ে পড়লেও পজেশন রাখায় আধিপত্য করে প্রথমার্ধের বাকি সময়ে কয়েকটি ভালো সুযোগ তৈরি করে রিয়াল; কিন্তু এমবাপ্পে-বেলিংহ্যামরা পারেননি জালে বল পাঠাতে। তাই ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতি যায় লস ব্লাঙ্কোসরা।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই শুরুর ভুলের প্রায়শ্চিত্ত করেন ভিনি। ৫০তম মিনিটে কর্নারে বেলিংহ্যামের মাথা ছুঁয়ে আসা বল গোলমুখ থেকে টোকায় আসরে নিজের ১১তম গোলটি করেন তিনি।
এরপর আক্রমণের ঝড় তোলে স্বাগতিকরা। কিন্তু বক্সের কাছে গিয়ে ভাগ্য সহায় হচ্ছিলো না রিয়ালের। আর বার্সেলোনা পিছনে ফেলতে জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাই অনেকটা উপরে উঠেই খেলছিল রিয়ালের রক্ষণভাগ। আর এই সুযোগ কাজে লাগাতে ভুল করেনি সফরকারীরা।
ছয় মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে সতীর্থের ক্রস পেয়ে নিখুঁত হেডে দলকে উচ্ছ্বাসে ভাসান দুরো, আর পুরোপুরি স্তব্ধ হয়ে যায় সান্তিয়াগো বার্নাব্যু।
এতে আসরে পঞ্চম হারের পর ৩০ ম্যাচে ১৯ জয় ও ৬ ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৬৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। রিয়াল বেতিসের বিপক্ষে জিতলে, ৬ পয়েন্টে এগিয়ে শিরোপা পুনরুদ্ধারের পথে অনেকটা এগিয়ে যাবে বার্সেলোনা।
বাংলাদেশ সময়: ২৩:৪৯:২৯ ১৫ বার পঠিত