সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে আরব দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

প্রথম পাতা » আন্তর্জাতিক » সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে আরব দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি
রবিবার, ৬ এপ্রিল ২০২৫



সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে আরব দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

সম্ভাব্য মার্কিন সামরিক হামলার ব্যাপারে প্রতিবেশী আরব দেশগুলোকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। বলেছে, মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, তারা যদি ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করে তাহলে তারাও আক্রান্ত হতে পারে। এক সিনিয়র ইরানি কর্মকর্তার বরাতে এমনটাই জানিয়েছে রয়টার্স।

নতুন পরমাণু চুক্তির ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ কৌশল নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চুক্তিতে রাজি না হলে ইরানের ওপর বোমা ফেলবেন। কিন্তু তাতে কাজ হয়নি। ফলে ইরানের সঙ্গে এবার ‘সরাসরি আলোচনায়’ বসার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে ইরান ট্রাম্পের ‘সরাসরি আলোচনা’র প্রস্তাবও উড়িয়ে দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে দেশটির সিনিয়র কর্মকর্তা বলেছেন, ইরান যদিও ‘সরাসরি আলোচনা’র প্রস্তাব নাকচ করে দিয়েছে, তবে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর মধ্য বার্তা পাঠানোর জন্য দীর্ঘদিনের চ্যানেল ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে চায়।

ওই কর্মকর্তার কথায়, পরোক্ষ আলোচনা রাজনৈতিক সমাধানের বিষয়ে ওয়াশিংটনের আন্তরিকতা মূল্যায়নের সুযোগ করে দেবে বলে আশা করা হচ্ছে। ওই কর্মকর্তা আরও বলেন, যদিও সেই পথটি বন্ধুর হতে পারে, তবে যদি যুক্তরাষ্ট্র এটাকে সমর্থন করে তবে এই ধরনের আলোচনা শিগগিই শুরু হতে পারে।

ওই কর্মকর্তা জানিয়েছেন, ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশ ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক ও বাহরাইনকে এই মর্মে নোটিশ পাঠিয়েছে যে, ইরানের ওপর মার্কিন হামলায় যেকোনো সমর্থন যেমন হামলার সময় মার্কিন সামরিক বাহিনীর তাদের আকাশসীমা বা ভূখণ্ডের ব্যবহার শত্রুতামূলক আচরণ হিসেবে বিবেচিত হবে।

এই ধরনের কর্মকাণ্ড ‘তাদের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে’ বলে জানান ওই কর্মকর্তা। আরও জানান, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইরানের সশস্ত্র বাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছেন।

ইরানের পরমাণু ইস্যুতে দেশটির সঙ্গে কয়েক দশক ধরে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের। ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা ও অনেক আলাপ-আলোচনার পর ২০১৫ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি সই হয়।

কিন্তু ২০১৮ সালে ট্রাম্প তার প্রথম মেয়াদকালে ঐতিহাসিক ইরান পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এতে ওয়াশিংটন-তেহরান সম্পর্কে জটিলতা তৈরি হয়। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর নতুন চুক্তির জন্য প্রকাশ্যে হুমকি দিচ্ছেন ট্রাম্প।

গত মার্চে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে ইরানের কর্তৃপক্ষকে চিঠি দেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দেয় তেহরান। এরপর ট্রাম্প হুমকি দেন, নতুন পারমাণবিক চুক্তিতে রাজি না হলে ইরানে বোমা হামলা চালাবেন তিনি। শুধু হুমকিই নয়, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ভারত মহাসাগরে দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটিতে বোমারু বিমানও মোতায়েন করেছে।

তবে ট্রাম্পের এ হুমকি খুব একটা পাত্তা দেয়নি ইরান। বরং পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, মার্কিন হুমকির কাছে ইরান মাথা নত করবে না। ইরানে হামলা হলে তার কঠিন জবাব দেয়া হবে।

পাশাপাশি তেহরান জানায়, সরাসরি আলোচনা নয়, পরোক্ষভাবে কূটনৈতিক বার্তা বিনিময়ে আগ্রহী তারা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গত সপ্তাহে এক বিবৃতিতে বলেন, ‘ইসলামিক প্রজাতন্ত্রের প্রতি অন্য পক্ষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হওয়া পর্যন্ত তেহরান ওয়াশিংটনের সাথে সরাসরি আলোচনায় অংশ নেবে না।

গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরাইলের অব্যাহত হামলা ও ইয়েমেনে মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর অভিযানের মধ্যে ট্রাম্পের ইরানে বোমা হামলার হুমকিতে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৃহত্তর আঞ্চলিক সংঘাতের উদ্বেগ উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে অস্থির করে তুলেছে।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৪৬   ১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ভিয়েতনাম থেকে আরও ১২ হাজার ৭০০ মেট্রিক টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে
বিক্ষোভে উত্তাল ভারত, বিজেপি নেতার বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন
সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে আরব দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি
ভারতে ৭০ বাংলাদেশি পর্যটক নিয়ে উল্টে গেল বাস, নিহত ১
সিরিয়ায় ইসরাইলের সঙ্গে কোনো সংঘাত চায় না তুরস্ক: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
৫.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল নেপাল
ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত
বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
স্বাস্থ্য বিভাগের ১০ হাজার কর্মী ছাঁটাই করছেন ট্রাম্প ও মাস্ক
যুক্তরাজ্যে এবার দেখা গেলো পালিয়ে যাওয়া সাবেক ৪ মন্ত্রীকে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ