জামালপুরে মসজিদ নিয়ে কোন্দলে লাশ দাফনে বাধা, আতঙ্কে সমাজবাসী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে মসজিদ নিয়ে কোন্দলে লাশ দাফনে বাধা, আতঙ্কে সমাজবাসী
রবিবার, ৬ এপ্রিল ২০২৫



জামালপুরে মসজিদ নিয়ে কোন্দলে লাশ দাফনে বাধা, আতঙ্কে সমাজবাসী

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে মসজিদে যাতায়াতের সরকারি রাস্তা বেদখল করায় সমাজের মধ্যে দুইপক্ষের বিরোধ সৃষ্টিতে কবরস্থানে লাশ দাফনে বাধা ও হট্টগোলের ঘটনা ঘটেছে।

রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুর বেপারীপাড়া জামে মসজিদ এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। জানা গেছে, এঘটনায় উভয়পক্ষই থানার অভিযোগ দায়ের করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায় ,বিগত আওয়ামী লীগ সরকার আমলে আওয়ামী লীগ সমর্থিত লাল মাহমুদ গং তাদের বসতবাড়ির পাশ দিয়ে মসজিদে যাওয়ার সরকারি হালট জোরপূর্বক বেদখল করে নেয়। পরে এলাকাবাসী বাধা দিলে তাদেরকে বিএনপি সমর্থিত অপবাদে হামলা মামলার হুমকি প্রদান করে তারা। পরে এঘটনার সূত্র ধরেই দীর্ঘদিন যাবৎ সমাজের মধ্যে দুই গ্রুপের বিরোধ চলে আসছিল। আর এই বিরোধকে কেন্দ্র করেই শনিবার সকালে সমাজের কেন্দ্রীয় কবরস্থানে দেলোয়ার হোসেন ইমামুল নামে এক ব্যক্তির লাশ দাফন করতে বাধা সৃষ্টি করে লাল মাহমুদ গং।

পরে এই নিয়ে মৃত ব্যক্তির ছোটভাই ওয়াজ করনী সহ জানাজায় আসা ব্যক্তিরা ব্যাপক উত্তেজিত হয় এবং হট্টগোল লাগে। পরে নিরুপায় হয়ে লাল মাহমুদ গং লাশ দাফনের অনুমতি দেয়। কিন্তু লাল মাহমুদ গং এর এই জুলুম ও অত্যাচার মাত্রারিক্ত পৌঁছায় আজ রোববার সকালে ওয়াজ করনীর নেতৃত্বে লাল মাহমুদ গং এর বিরুদ্ধে সকলেই সম্বলিতভাবে প্রতিবাদ করে এবং মসজিদের যাতায়াতের পূর্বের বেদখলকৃত সরকারি হালট তারা পুনরুদ্ধার করে।

পরে এই নিয়ে ওয়াজ করনি গং ও লাল মাহমুদ গং এর মধ্যে আবারও ব্যাপক উত্তেজনাসহ হট্টগোল সৃষ্টি হয়। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। সরেজমিনে গিয়ে দেখা যায় কৃষ্ণপুর গ্রামে উক্ত ঘটনায় বিভিন্ন মোড় ও দোকানপাটে আলোচনা সমালোচনা সহ আতঙ্ক বিরাজ করছে।

এব্যাপারে ভুক্তভোগী ওয়াজ করুনী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় মসজিদের ইমাম সাহেব সুদ ঘুষের ওয়াজ করায় তাকে অপমান অপদস্ত করে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে তারা। পরে এই নিয়ে সমাজবাসী প্রতিবাদ করায়, তারা সমাজের ১৫০ ঘর মানুষের মধ্যে ৩০ ঘর তারা একত্রিত হয়ে আমাদের ১২০ ঘর মানুষকে আলাদা করে দেয়। তবুও আমরা আলাদা কোন সমাজ গড়িনি। বিগত দিন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমরা তাদের অন্যায় অবিচার জুলুম অত্যাচারে নিপীড়িত। তাই আমরা আজ প্রতিবাদী হয়ে অন্যায়ের প্রতিবাদ করছি। আমরা সরকারের কাছে এ অত্যাচারী, জুলুমকারীদের বিচার চাই।

এঘটনায় অভিযুক্ত লাল মাহমুদ গং এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা যাতায়াতের কোন রাস্তা দখল করিনি এবং লাশ দাফনে কোন বাঁধাও দেইনি। তারা মিথ্যা বলেছে।

এ বিষয়ে সরিষাবাড়ী উপ-পরির্দশক বিকাশ চন্দ্র সরকার বলেন, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১:০৭:৫৯   ৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


উন্নয়ন কাজের লক্ষ্য অর্জনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান উপদেষ্টা শারমীন মুরশিদের
ফিলিস্তিনের জনগণ আমাদের স্বজন, ইসরায়েল দখলদার রাষ্ট্র: সুজন
বাবার কবরের পাশেই শায়িত হলো রিপন
মুন্সীগঞ্জে শহীদদের কবর জিয়ারত করলেন ৩ উপদেষ্টা
ক্ষমতায় থাকি কিংবা বাহিরে থাকি, উন্নয়নে কাজ করতে চাই: গিয়াসউদ্দিন
সোনারগাঁও সরকারি কলেজে বিদ্যুস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু, আহত ১
বাংলা নববর্ষের মাধ্যমে যেন সঠিক সংস্কৃতিকে তুলে ধরতে পারি: ডিসি
রপ্তানি আদেশ স্থগিত নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই : প্রেসসচিব
চট্টগ্রাম বিমান বন্দরে কোটি টাকার স্বর্ণসহ শারজাহ ফেরত যাত্রী আটক
বিশ্ব মানচিত্রে বদলাচ্ছে জলবায়ু পরিবর্তন, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে বাংলাদেশ : পরিবেশ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ