বাংলা নববর্ষের মাধ্যমে যেন সঠিক সংস্কৃতিকে তুলে ধরতে পারি: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলা নববর্ষের মাধ্যমে যেন সঠিক সংস্কৃতিকে তুলে ধরতে পারি: ডিসি
সোমবার, ৭ এপ্রিল ২০২৫



বাংলা নববর্ষের মাধ্যমে যেন সঠিক সংস্কৃতিকে তুলে ধরতে পারি: ডিসি

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ‘আমাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে ভালবাসতে হবে এবং সেটিকে সম্প্রীতির মাধ্যমে সকলের সাথে একত্রিত হয়ে তুলে ধরতে হবে। যদি আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি হয়ে যাই, তাহলে আমাদের সংস্কৃতিকে সঠিকভাবে তুলে ধরতে পারব না। আমাদের লক্ষ্য হওয়া উচিত বাংলা নববর্ষের মাধ্যমে আমরা যেন আমাদের সঠিক সংস্কৃতিকে আগামীর প্রজন্মের কাছে তুলে ধরতে পারি।’

সোমবার (৭ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয়ভাবে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় এ কথা বলেন জেলা প্রশাসক।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘বৈশাখী অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করতে হবে। এই সভার মাধ্যমে আমরা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত পেয়েছি। এই মতামতের ভিত্তিতে আমরা সকলে একসাথে নারায়ণগঞ্জের ঐতিহ্য অনুযায়ী বাংলা নববর্ষ উদযাপন করবো। নিরাপত্তার বিষয়ে আমরা ইতিমধ্যে নারায়ণগঞ্জ পুলিশ ও সেনাবাহিনীসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রেখেছি। আমাদের এই সংস্কৃতিকে নিয়ে কিছু গ্রুপ কালিমা রটানোর চেষ্টা করছে, তবে সেইদিন যেন কেউ তা করতে না পারে, সেজন্য সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা গ্রহণ করা হবে। পহেলা বৈশাখের সকাল ৯টায় শহরের চাষাড়া চত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি লিংক রোড দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হবে। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈশাখী মেলা ও মনোরঞ্জন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং নারায়ণগঞ্জের প্রতিটি উপজেলা, সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজে একইভাবে অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ স্থানীয় সরকার বিষয়ক উপ-পরিচালক ড. মো. মনিরুজ্জামান, সেনাবাহিনীর মেজর আয়াজ, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির কর্ম সদস্য মাওলানা মাঈনুদ্দিন, মহানগরের আমীর মাওলানা আবদুল জব্বার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:২৬:৪৩   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


উন্নয়ন কাজের লক্ষ্য অর্জনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান উপদেষ্টা শারমীন মুরশিদের
ফিলিস্তিনের জনগণ আমাদের স্বজন, ইসরায়েল দখলদার রাষ্ট্র: সুজন
বাবার কবরের পাশেই শায়িত হলো রিপন
মুন্সীগঞ্জে শহীদদের কবর জিয়ারত করলেন ৩ উপদেষ্টা
ক্ষমতায় থাকি কিংবা বাহিরে থাকি, উন্নয়নে কাজ করতে চাই: গিয়াসউদ্দিন
সোনারগাঁও সরকারি কলেজে বিদ্যুস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু, আহত ১
বাংলা নববর্ষের মাধ্যমে যেন সঠিক সংস্কৃতিকে তুলে ধরতে পারি: ডিসি
রপ্তানি আদেশ স্থগিত নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই : প্রেসসচিব
চট্টগ্রাম বিমান বন্দরে কোটি টাকার স্বর্ণসহ শারজাহ ফেরত যাত্রী আটক
বিশ্ব মানচিত্রে বদলাচ্ছে জলবায়ু পরিবর্তন, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে বাংলাদেশ : পরিবেশ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ