
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে গণসংহতি আন্দোলন সোমবার (৭ এপ্রিল) বিকাল ৫ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সামনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব এবং জাহিদ সুজন সঞ্চালনা করেন।
বিক্ষোভ সমাবেশে তরিকুল সুজন বলেন, “ফিলিস্তিনের জনগণ আমাদের স্বজন, আর ইসরায়েল একটি দখলদার রাষ্ট্র। ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হল ইউরোপীয় দখলদারি ঔপনিবেশিক প্রকল্পের অংশ। প্যালেস্টাইনের নিরস্ত্র মানুষের ওপর এই বর্বরোচিত হামলা হচ্ছে ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার এক জায়নবাদী নীলনকশা। পুরো পশ্চিমা বিশ্ব এই হত্যাযজ্ঞে মদত দিচ্ছে। গত ১৮ মাসে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে গাজায় নিহত হয়েছে ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি, যাদের মধ্যে অনেক শিশু রয়েছে। বোমা মেরে গাজার রাফাহ, খান ইউনিসসহ অন্যান্য শহর ধ্বংস করে দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ, শরণার্থী শিবির – কোনো কিছুই ইসরায়েলের হামলার হাত থেকে রেহাই পায়নি। হাজার হাজার টন বোমা ফেলে ফিলিস্তিনকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। বিশ্বব্যাপী প্রতিবাদ উঠলেও ইসরায়েল তা উপেক্ষা করছে কারণ তার পাশে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।”
নিয়ামুর রশীদ বিপ্লব সভাপতির বক্তব্যে বলেন, “জাতিসংঘের ১৯২টি দেশের মধ্যে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু বিশ্ব জনমতকে উপেক্ষা করে জাতিসংঘ ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে না। আমরা জাতিসংঘের প্রতি আহ্বান জানাই, ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।”
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগরের নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, জেলা কমিটির অর্থ সম্পাদক নাজমা বেগম, জেলা কমিটির প্রচার সম্পাদক শুভ দেব, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য রাইসুল রাব্বি, জেলা কমিটির সদস্য আলমগীর হোসেন আলম, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির জেলা কমিটির আহ্বায়ক আবদুল আল মামুন, মহানগর কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মেহেদী হাসান উজ্জ্বল, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জয়, ১৮ নং ওয়ার্ড কমিটির আহ্বায়ক শুক্কুর মাহমুদ জুয়েল প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২:৪২:০০ ৭ বার পঠিত