
ফরিদপুরে সদর উপজেলায় লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটির সঙ্গে ধাক্কা দেয়ার ঘটনা ঘটেছে, এতে ৫ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের বাখুন্ডা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ২ জন নারী, ৩ জন পুরুষ এবং একই পরিবারের ২ জন রয়েছেন।
ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস স্টেশন লিডার সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করা হয়েছে।’
মাদারীপুর থেকে গাড়িটি ফরিদপুরের উদ্দেশ্যে আসছিল, পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১৩:০৬:৩৮ ১৮ বার পঠিত