জামালপুরে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার
মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫



জামালপুরে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি : কলেজ শিক্ষার্থীর নগ্ন ছবি বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে জামালপুরে সরিষাবাড়ীতে নয়ন মাহমুদ (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার(৮ এপ্রিল) সকালে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চাঁদ মিয়া এবিষয়টি নিউজ টু নারায়ণগঞ্জ কে নিশ্চিত করেন।

তিনি বলেন, নয়ন মাহমুদ এর বিরুদ্ধে এক এইচএসসি পাস শিক্ষার্থী পর্নোগ্রাফি মামলা দায়ের করেন। পরে রোববার (৭ এপ্রিল) সকালে পৌরসভার আরামনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর রোববার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত নয়ন মাহমুদ উপজেলার সাতপোয়া ইউনিয়নের শিশুয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তার নয়ন মাহমুদ ও ভুক্তভোগী তরুণী একই গৃহশিক্ষকের কাছে প্রাইভেট পড়তেন। এ সময় তাদের পরিচয় ও প্রণয় হয়। এরপর দুজনের মধ্যে মোবাইলে অডিও-ভিডিও কলে দীর্ঘদিন কথাবার্তা চলে।

এসময় কৌশলে নয়ন মাহমুদ ওই তরুণীর ছবি ও ভিডিও সংগ্রহ করে রাখে। কিছুদিন পর ওই তরুণী তার সঙ্গে কথা বলা ও যোগাযোগ বন্ধ করে দিলে ক্ষিপ্ত হয়ে যায় নয়ন মাহমুদ। পরে তরুণীর ছবি ও ভিডিও এডিট করে নগ্ন বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ও আত্মীয়-স্বজনের ইমো, হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেয়।

পরে ভুক্তভোগী তরুণী সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়ায় সরিষাবাড়ী থানায় নয়ন মাহমুদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৭:০৭:৪৮   ৪৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
বন্দরে ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার, ধারণা ‘দুর্ঘটনায় মৃত্যু’
রাজধানীতে শিগগিরই প্রবাসী হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে : ড. আসিফ নজরুল
বিবি রোডের নাম বঙ্গবন্ধু সড়ক রাখার কোন প্রয়োজন নেই: সাখাওয়াত
আন্দোলনে শহীদদের পরিবারের পাশে সব সময় আছি: ডিসি
দেশে বিদ্যমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে বিএনপি
উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর ব্যবস্থা : পরিবেশ উপদেষ্টা
শান্তি, সহিষ্ণুতা ও ন্যায়ভিত্তিক পৃথিবী গড়তে তরুণদের প্রতি শিক্ষা উপদেষ্টার আহ্বান
নতুন করে সবাইকে নিয়ে চলার সময় এসেছে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ
বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ