জামালপুরে ভিক্ষা চাওয়ায় ভিক্ষুককে পিটিয়ে আহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ভিক্ষা চাওয়ায় ভিক্ষুককে পিটিয়ে আহত
মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫



জামালপুরে ভিক্ষা চাওয়ায় ভিক্ষুককে পিটিয়ে আহত

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে আঃ সাত্তার(৬০) নামে এক শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুককে পিটিয়ে আহত করেছে সোহেল নামে এক যুবক। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে পোগলদিঘা ইউনিয়নের মোনারপাড় এলাকায় বড়বাড়ীতে এঘটনা ঘটে।

আহত ভিক্ষুক উপজেলা পিংনা ইউনিয়নের বারইপটল গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে। সে বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় অভিযুক্ত সোহেল কে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান,আজ দুপুর সাড়ে ১২টার দিকে আহত ওই ভিক্ষুক সোহেলদের বাড়িতে আসে ভিক্ষা চাইতে। এ সময় সোহেল তার কাছে নেশার টাকা চাইলে সে দিতে অস্বীকৃতি জানালে তাকে লাথি দিয়ে পিটিয়ে তার কান ছিড়ে ফেলে। পরে আহত ভিক্ষুককে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দিলে বক্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করে।

এ ব্যাপারে অভিযুক্ত সোহেল এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি তাকে মারপিট করিনি। সে পড়ে গিয়ে আহত হয়েছে।

উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার রবিউল ইসলাম জানান, বেলা পৌনে ১টার দিকে কান ছিঁড়ে যাওয়া এক বৃদ্ধ কে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে তার অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে না পেয়ে, অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে এসেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:২১:১৮   ২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
বন্দরে ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার, ধারণা ‘দুর্ঘটনায় মৃত্যু’
রাজধানীতে শিগগিরই প্রবাসী হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে : ড. আসিফ নজরুল
বিবি রোডের নাম বঙ্গবন্ধু সড়ক রাখার কোন প্রয়োজন নেই: সাখাওয়াত
আন্দোলনে শহীদদের পরিবারের পাশে সব সময় আছি: ডিসি
দেশে বিদ্যমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে বিএনপি
উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর ব্যবস্থা : পরিবেশ উপদেষ্টা
শান্তি, সহিষ্ণুতা ও ন্যায়ভিত্তিক পৃথিবী গড়তে তরুণদের প্রতি শিক্ষা উপদেষ্টার আহ্বান
নতুন করে সবাইকে নিয়ে চলার সময় এসেছে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ
বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ