পাকিস্তানে ঝড় তুলল কারিনার ভিডিও, ক্ষেপে গেল ভারতীয়রা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাকিস্তানে ঝড় তুলল কারিনার ভিডিও, ক্ষেপে গেল ভারতীয়রা
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫



পাকিস্তানে ঝড় তুলল কারিনার ভিডিও, ক্ষেপে গেল ভারতীয়রা

দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের দ্বন্দ্বের জেরে দুই দেশের তারকাদের অবাধ বিচরণেও ভাঁটা পড়েছে। এমন পরিস্থিতিতে অভিনেত্রী কারিনা কাপুর নেচে এলেন পাকিস্তানের করাচি থেকে! এমন খবরে অনেকে হতবাক হলেও আদতে এ আই কারসাজির মাধ্যমে ঘটানো হয়েছে এই অদ্ভুত কাজ।

বিষয়টি খোলাসা করে বললে, করাচির একটি নাইট পার্টির মঞ্চের ডিসপ্লেতে হঠাতই উদয় হন সেই এ আই জেনারেটেড কারিনা কাপুর। সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সেখানে ডিজে গানের সঙ্গে নাচছেন পার্টিতে থাকা সকলে। এমন সময় ডিসপ্লেতে ভেসে ওঠে কারিনা কাপুরের অ্যানিমেটেড একটি ভিডিও। তাতে দেখা যায়, সেখানে নানা অঙ্গ-ভঙ্গিতে নাচের মাধ্যমে দেখানো হচ্ছে কারিনার সেই অ্যানিমেশন। আর কারিনার সেই নাচের সঙ্গে হই-হুল্লোড়ে নেচে ওঠে সকলে।

সেই পার্টির ভিডিওটি ভাইরাল হতেই পাকিস্তানের দিকে সমালোচনার তীর ছোঁড়ে ভারতীয়রা। তাদের দাবি, করাচির সেই নাইট পার্টিতে ভারতীয় কন্যা তথা কারিনাকে অপমান করা হয়েছে; কারণ, সেই নাচটি ছিল যথেষ্ট কুৎসিত।

আবার কারও কারও দাবি, কৃত্তিম বুদ্ধিমত্তার কী হত-কুৎসিত প্রয়োগ! কারিনা এর চেয়ে দশগুণ সুন্দরী দেখতে, কিন্তু এ আই তা আরও বীভৎস করে তুলেছে।

শুধু তাই নয়, সেই ভিডিওর শুরুতেই স্ক্রিনে একটি লাইন ভেসে ওঠে। যেখানে লেখা- ‘তুমি পাকিস্তানের করাচির রেভ পার্টিতে রয়েছো এবং কারিনা কাপুর তোমার সামনে নাচছেন।’ আনাউন্সমেন্টের পরেই বেজে ওঠে ডিজে গান- নাচতে শুরু করে সেই এ আই কারিনা।

স্বাভাবিকভাবেই ভারতীয় কন্যার অপমানে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে সেদেশের নেটিজেনদের মনে। অতঃপর প্রতিবেশী দেশের ওই ডিজেকে কটাক্ষ করতে ছাড়েননি কেউ।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:৪২   ১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রিতু মনির বীরত্বে রেকর্ড জয় বাংলাদেশের
বাংলাদেশকে বড় লক্ষ্য দিল আয়ারল্যান্ড
আপনারা অবশ্যই অনির্বাচিত, প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে: সালাহউদ্দিন আহমেদ
সেন্টমার্টিনের বাসিন্দাদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ হচ্ছে: পরিবেশ উপদেষ্টা
সত্যিকারের মৎস্যজীবীরা আইন ভঙ্গ করে না : মৎস্য উপদেষ্টা
তুরস্কের মহিলা ও পরিবার পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে তথ্য উপদেষ্টার সাক্ষাৎ
উন্নয়নের নামে তারা শুধু লুটপাট করে বিদেশে পালিয়েছে: গিয়াসউদ্দিন
২২ বছর পর কারামুক্ত সাবেক ছাত্রদলের নেতা জাকির খান
জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৮৬৪, আহত ১৪ হাজার শনাক্ত: স্বাস্থ্য উপদেষ্টা
পহেলা বৈশাখে নগরীতে প্রশাসনের যৌথ মহড়া, থাকবে কড়া নিরাপত্তা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ