
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে চলমান এসএসসি পরীক্ষার এক শিক্ষার্থী প্রেমিকের সাথে অভিমান করে ব্রিজের উপর থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টার সংবাদ পাওয়া গেছে। এই ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা ওই প্রেমিকের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
রোববার(১৩ এপ্রিল) সকালে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া নিউজ টু নারায়ণগঞ্জ কে এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার(১২ এপ্রিল) বিকালে পৌরসভার ঝালুপাড়া ব্রীজের উপর থেকে প্রেমিকের সাথে ঝগড়া বিবাদ অভিমান করে নদীতে ঝাঁপ দেয় ওই তরুণী। পরে স্থানীয়রা তাকে নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে।
জানা গেছে, ওই তরুণী পৌরসভার ১নং ওয়ার্ডের সাতপোয়া গ্রামের মন্ডল মোড় এলাকার দুদু মিয়ার মেয়ে। সে সালেমা খাতুন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং চলমান এসএসসি পরীক্ষার্থী।
অপরদিকে অভিযুক্ত প্রেমিক সিফাত হোসেন একই এলাকার অবসরপ্রাপ্ত মেলেটারি লাভলু মিয়ার ছেলে বলে অভিযোগ সূত্রে জানা গেছে।
অভিযোগকারী দুদু মিয়া বলেন, আমার মেয়ে চলমান এসএসসি পরীক্ষার্থী। সে একটি পরীক্ষা দিয়েছে এবং পরবর্তী পরীক্ষার জন্য শনিবার সকাল সাড়ে ১১টায় তার বান্ধবীর কাছে সাজেশন আনতে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর দুপুর গড়িয়ে গেলেও সে বাড়িতে আসে না। পরে আমরা তাকে খোঁজাখুঁজি করছিলাম। বিকাল সাড়ে ৫ টায় নিপ্পন নামে একজন ব্যক্তি বাসায় এসে বলেন আমার মেয়ে হাসপাতালে ভর্তি। পরে আমরা দ্রুত হাসপাতালে যাই এবং গিয়ে এই অবস্থা দেখতে পাই। ও বিষয়টি জানতে পারি।
আমরা জানতে পেরেছি, সিফাত নামে একটি ছেলে আমার নাবালিকা মেয়েকে ভুলিয়ে ভালিয়ে প্রেমের নামে প্রতারণা করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমি এই অন্যায়ের বিচার চাই।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সাদ মিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১১:০৩:৫৮ ৯৫৯ বার পঠিত