
কানাডার বিনিয়োগকারীদের বাংলাদেশে পণ্য ও পরিষেবা উৎপাদনে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সেদেশে বাংলাদেশের কনসাল জেনারেল মোঃ ফারুক হোসেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার FDI ব্যবস্থাকে যুগোপযোগী করার মাধ্যমে বাংলাদেশকে একটি আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্যে পরিণত করেছে। এসময় তিনি বাংলাদেশি পণ্য কানাডায় শুল্কমুক্ত এবং কোটামুক্ত প্রবেশাধিকার দেওয়ার জন্য কানাডা সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
কানাডার টরেন্টোর কেনেডি কনভেনশন সেন্টারে গত শুক্রবার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৪তম বর্ষপূর্তি উপলক্ষ্যে অভ্যর্থনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে কনসাল জেনারেল তাঁর শুভেচ্ছা বক্তব্যে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শহিদ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়া, তিনি ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানে প্রাণ উৎসর্গকারী সকল নির্ভীক তরুণ আত্মার প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, দেশের স্বাধীনতার চেতনা আমাদের তরুণ প্রজন্মকে গণতন্ত্র, বৈষম্যহীনতা ও ন্যায়বিচারের জন্য লড়াই করতে এবং একটি ন্যায়সঙ্গত সমাজ গঠনে অনুপ্রাণিত করে চলেছে।
বিশ্বব্যাপী প্রশংসিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে সম্মান করে প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া শুরু করেছে। যা প্রতিষ্ঠান গঠনে, আইনের শাসন নিশ্চিতে, সুশাসন বৃদ্ধিতে, ন্যায়বিচার প্রদান করতে ও গণতান্ত্রিক অনুশীলনকে শক্তিশালী করতে সহায়তা করবে।
অভ্যর্থনা অনুষ্ঠানে অন্টারিও প্রাদেশিক সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, অন্টারিও প্রাদেশিক ও কানাডা ফেডারেল পার্লামেন্টের সদস্যবৃন্দ এবং রাশিয়া, জাপান, ইন্ডিয়া, তুরস্ক, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ পনেরোটির অধিক কনস্যুলেটের কনসাল জেনারেলসহ অন্যান্য কূটনীতিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া, বীর মুক্তিযোদ্ধা, টরেন্টোতে জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারী, টরেন্টোতে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও গণমাধ্যমকর্মীসহ সেখানে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:৩০:৫০ ১৬ বার পঠিত