
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বলছেন, নববর্ষকে পর্যটন আকর্ষণের অন্যতম অনুষঙ্গে পরিণত করতে হবে।
তিনি বলেন, বাংলা নববর্ষ বাংলাদেশের প্রতিটি প্রান্তে যে-রকম উচ্ছ্বাস-উদ্দীপনার সঙ্গে উদ্যাপিত হয় তা বিশ্বে বিরল। পৃথিবীর পথে পথে এ উৎসবের বার্তা ছড়িয়ে দিতে হবে।
তিনি আজ সোমবার রাজধানীর মহাখালীতে বাংলাদেশ ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট-এনএইচটিটিআই আয়োজন বর্ষবরণ-১৪৩২ ও খাদ্য উৎসব উদ্বোধনকালে এ সব কথা বলেন।
সচিব প্রত্যাশা ব্যক্ত করে বলেন, মানুষে মানুষে বিচ্ছিন্নতা ও বিভাজন দূর করে পহেলা বৈশাখের উৎসব ভরে উঠবে পারস্পরিক শুভেচ্ছায় ও আন্তরিকতায়।
বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আবু তাহের মুহাম্মদ জাবের, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান, আনিসুর রহমান প্রমুখ।
উৎসবে ১৫ টি স্টলে ২৫০ রকমের দেশীয় খাবার প্রদর্শন ও পরিবেশ করা হয়। এ ছাড়াও উৎসব মঞ্চে সংগীত, নৃত্য ও ফ্যাশন-শো’র আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ২৩:২৬:০০ ১৬ বার পঠিত