
জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করায় এক যুবদল নেতাকে অর্ধলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার(১৭ এপ্রিল) সকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি লিজা রিছিল নিউজ টু নারায়ণগঞ্জ কে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার দুপুরে ভাটারা ইউনিয়নের ফুলবাড়ীয়া এলাকায় কৃষিজমি নষ্ট করে মাটি বাণিজ্য করে আসছিল স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। পরে কৃষকদের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে এ তথ্যের সত্যতা পাওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারার অধীনে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযুক্ত মাটি উত্তোলনকারী ও ময়মনসিংহ মহানগর বিএনপির যুবদল সদস্য এ এইচ এম বাচ্চু মিয়া বলেন, আমার বসতবাড়িতে কিছু মাটির প্রয়োজন পড়ায় কৃষকদের কাছ থেকে আমি নগদ টাকায় কয়েক হাজার মাটি কিনেছি। তবে আমাকে যে স্থান থেকে মাটি উত্তোলনের অভিযোগে জরিমানা করা হয়েছে সেখান থেকে আমি মাটি উত্তোলন করিনি। কৃষকদের অভিযোগ ছিল নদীর পশ্চিম পাড়ের জমি থেকে মাটি উত্তোলনের বিষয়ে। আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখেই এ জরিমানা ও অন্যায়ের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
এদিকে স্থানীয় ভুক্তভোগী কৃষকেরা সহ সাবেক ইউপি সদস্য সুলতান মেম্বার জানান, তারা বিএনপি’র দলীয় প্রভাব খাটিয়ে জোরপূর্বক কৃষিজমি থেকে মাটি উত্তোলন করে নিয়ে যাচ্ছে। এই নিয়ে কৃষকেরা বাধা দিলে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারতে আসে। পরে বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে অবগত করলে তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আমরা এ মাটি বাণিজ্য বন্ধসহ আমাদের ও কৃষি জমির নিরাপত্তা চাই।
এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, কৃষি জমির মাটি উত্তোলনের বিষয় নিয়ে উভয়পক্ষ উত্তেজিত হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫:৫৯:০২ ১২৫ বার পঠিত