
শারমিন-ফারজানার জুটিতে বড় সংগ্রহের পথেই হাঁটছিল বাংলাদেশ। কিন্তু আলিয়াহ অ্যালেইনের এক ওভারেই পথ হারাল বাংলাদেশের ইনিংস। সেট দুই ব্যাটারের বিদায়ে যার শুরু। এরপর বাংলাদেশের বাকি ব্যাটাররা নাম লেখালেন আসা-যাওয়ার মিছিলে। তাতে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ টাইগ্রেসরা। জয় পেলেই নিশ্চিত হবে বিশ্বকাপ, এমন ম্যাচে খামখেয়ালিতে হতাশ করলো বাংলাদেশের ব্যাটাররা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গাদ্দাফি স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ২ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করা বাংলাদেশ শেষ ১৩৫ বলে ৭ উইকেট হারিয়ে তুলেছে মোটে ৯৩ রান।
টস জিতে এদিন একটি পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ওপেনার ইশমা তানজিমের জায়গায় ওপেনিংয়ে ফিরেছেন সোবহানা মোস্তারি। তাতে অবশ্য খুব একটা পরিবর্তন হয়নি। ১৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৯ বলে ৬ রান করে বিদায় নেন মোস্তারি।
ওপেনিং জুটি আশা দেখাতে না পারলেও ওপেনার ফারজানা হক ও ওয়ান ডাউনে নামা শারমিন আক্তার দারুণ খেলছিলেন। তাদের জুটিতে বড় সংগ্রহের পথেই হাঁটছিল টাইগ্রেসরা। দ্বিতীয় উইকেট জুটিয়ে ফারজানা-শারমিন ১১৮ রান যোগ করেন। ওয়ান ডাউনে নামা শারমিন আসরে ব্যক্তিগত তৃতীয় অর্ধশতক হাঁকান। কিন্তু ২৮তম ওভারে বল করতে আসা অ্যালেইনের এক ওভারেই ছন্দ হারায় বাংলাদেশ। উল্টো পথে হাঁটার শুরু সেখানেই।
অ্যালেইনের ওভারের তৃতীয় বলে বিদায় নেন ফারজানা। ৭৮ বলে ৩ চারে ৪২ রান করেন তিনি। সেই ওভারের পঞ্চম বলে আরও বড় উইকেট হারায় টাইগ্রেসরা। অর্ধশতক হাঁকানো শারমিন বোল্ড হয়ে যান।
আউট হওয়ার আগে শারমিন ৭৯ বলে ১০ চারে ৬৭ রান করেন। এর আগে থাইল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৯৪ ও স্কটল্যান্ডের বিপক্ষে ৫৭ রান করেছিলেন এই টপ অর্ডার ব্যাটার।
এই দুজনের বিদায়ের পর বাকিরা আসা-যাওয়ার মিছিলে নাম লেখান। আগের তিন ম্যাচে শতক ও অর্ধশতক হাঁকানো নিগার সুলতানা আজ হতাশ করেছেন। ১০ বলে ৫ রান করে বিদায় নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক। স্বর্ণা করেন ৬ রান।
আয়ারল্যান্ডের বিপক্ষে বিপর্যয়ে বুক চিতিয়ে লড়াই করে জয় এনে দেয়া রিতু মনিও ব্যর্থ আজ। ২৬ বলে করেছেন ১৫ রান। ফাহিমা ৯ ও জান্নাতুল ফেরদৌস ৪ রান করেন।
শেষ দিকে নাহিদা আক্তার ও রাবেয়া খাতুন রান বাড়িয়ে নেয়ার চেষ্টা করেন। নবম উইকেট জুটিতে রাবেয়াকে নিয়ে ৩১ রানের জুটি গড়েন তিনি। পঞ্চাশতম ওভারে নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৩৯ বলে ৪ চারে ২৫ রান করেন নাহিদা। রাবেয়া ২০ বলে ৫ চারে ২৩ রানে অপরাজিত থাকেন। মারুফা করেন ১ রান।
অ্যালেইনে ৯ ওভারে ৩৯ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন। হেইলি ম্যাথিউস ও আফি ফ্লেচার ২টি করে উইকেট শিকার করেন। বাকি উইকেটটি চিনলে হেনরির ঝুলিতে গেছে।
বাংলাদেশ সময়: ১৬:৪১:১৭ ১৪ বার পঠিত