৯৫ রানে ভাঙল জিম্বাবুয়ের জুটি, হারের পথে হাঁটছে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » ৯৫ রানে ভাঙল জিম্বাবুয়ের জুটি, হারের পথে হাঁটছে বাংলাদেশ
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫



৯৫ রানে ভাঙল জিম্বাবুয়ের জুটি, হারের পথে হাঁটছে বাংলাদেশ

তারা জায়গা পায় না বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে। গত কয়েকটি বিশ্বকাপে তো বাছাইপর্বও পার হতে পারেনি। সেই জিম্বাবুয়ে বাংলাদেশে টেস্ট খেলতে এসে যেন বাঘ বনে গেছে। ঘরের মাঠে জিম্বাবুয়ের সামনে ব্যাটে-বলে নাস্তানাবুদ হচ্ছে বাংলাদেশ। সিলেট টেস্টের চতুর্থ দিনেই হারের দোরগোড়ায় টাইগাররা।

বুধবার (২৩ এপ্রিল) বৃষ্টির কারণে সোয়া এক ঘণ্টা দেরিতে সিলেট টেস্টের চতুর্থ দিনের খেলা মাঠে গড়ায়। আগের দিনের ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে আজ প্রথম সেশনে ২৫৫ রানেই অলআউট হয়ে গেছে টাইগাররা। শেষ ৬ উইকেটে বাংলাদেশ মাত্র ৬১ রান তুলতে সমর্থ হয়েছে।

বাংলাদেশের ব্যাটাররা ম্যাচ বাঁচাতে বোলারের হাতে মাত্র ১৭৩ রানের পুঁজি দিতে সমর্থ হয়েছে। এই স্বল্প পুঁজি রক্ষা তো দূরের কথা, বড় হারের দিকেই এগুচ্ছে টাইগাররা। প্রথম উইকেট হারানোর আগেই জিম্বাবুয়ের স্কোরকার্ডে জমা হয়েছে ৯৫ রান। জয়ের জন্য তাদের আর মাত্র ৭৯ রানের দরকার, হাতে আছে ৯ উইকেট ও আজকের একটি সেশন ও আগামীকাল পুরো দিন।

চতুর্থ দিনে খেলা মাঠে গড়ানোর পর দ্বিতীয় বলেই অধিনায়ক শান্তকে হারায় বাংলাদেশ। ১০৫ বলে ৭ চারে ৬০ রান করেন টাইগার দলপতি। মাত্র ১৬ রান যোগ হতে মিরাজও (১১) বিদায় নেন। পরের ওভারে তাইজুলও বিদায় নিলে ২০০ এর আগে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে টাইগাররা।

লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে সেই লজ্জার হাত থেকে বাঁচান জাকের আলী। হাসান মাহমুদের সঙ্গে জুটিতে ৩৫ রানের জুটি গড়েন তিনি। অর্ধশতক হাঁকান জাকের। হাসান ১২ রান করে আউট হন। পরের বলে বিদায় নেন খালেদও। ২৫৫ রানে শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ১১১ বলে ৪ চার ও ১ ছয়ে ৫৮ রান করেন জাকের।

জিম্বাবুয়ের পক্ষে প্রথম ইনিংসে ৩ উইকেট শিকার করা মুজারাবানি দ্বিতীয় ইনিংসে শিকার করেছেন ৬ উইকেট। মাসাকাদজা ২টি, নিয়াউচি ও এনগারাভা ১টি করে উইকেট শিকার করেন।

১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ব্যাট করছে ওয়ানডে স্ট্যাইলে। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতকের পথে আছেন ব্রায়ান বেনেট। অর্ধশতকের পথে হাঁটছিলেন বেন কুরানও। কিন্তু তাকে ফিরিয়ে জুটি ভাঙেন মিরাজ। আউট হওয়ার আগে ৭৫ বলে ৪৪ রান করেন কুরান। বেনেট ব্যাট করছেন ৪৬ রানে।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:১৮   ৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বাড়াতে কাতার ফাউন্ডেশনের সহায়তার প্রতিশ্রুতি
৯৫ রানে ভাঙল জিম্বাবুয়ের জুটি, হারের পথে হাঁটছে বাংলাদেশ
কাতারে স্বাগত সংবর্ধনায় বাংলাদেশি ৪ নারী ক্রীড়াবিদের যোগদান
শেষ মুহূর্তের গোলে ইন্দোনেশিয়াকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ
রাফিনিয়া নৈপুণ্যে লা লিগায় প্রত্যাবর্তনের গল্প লিখলো বার্সেলোনা
দুর্দান্ত হামজা, তিন ম্যাচ পর জয় পেল শেফিল্ড
কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে শুভসূচনা বাংলাদেশের
রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে আর্সেনাল
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
ভালো শুরুর পর বিপর্যয়, শেষে নাহিদা-রাবেয়ার প্রতিরোধে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ