নিম্নবিত্তদের জন্য ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রাজউকের

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিম্নবিত্তদের জন্য ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রাজউকের
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫



নিম্নবিত্তদের জন্য ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রাজউকের

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেছেন, অবৈধ দখলে থাকা রাজউকের জমি উদ্ধার করে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষদের জন্য ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা করছে রাজউক।

বুধবার (২৩ এপ্রিল) রাজউক অডিটোরিয়ামে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, রাজউক সম্পর্কে মানুষের যে ধারণা আছে, তা পরিবর্তনের জন্য এবং মানুষের কাছে রাজউকের ভালো কাজগুলো পৌঁছে দেওয়ার জন্য আমি এবং রাজউকের সব স্তরের কর্মকর্তা কর্মচারীরা বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, অবৈধ দখলে থাকা রাজউকের জমি উদ্ধার করে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষদের জন্য ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা করছে রাজউক। বর্তমানে ড্যাপ ও অটোমেশনে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে জনগণের কষ্ট লাঘব হবে ও রাজউকের সেবামূলক বিশাল কর্মযজ্ঞ সবার কাছে পৌঁছে যাবে।

মত বিনিময় সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) জনবান্ধব ও যুগোপযোগী করতে টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট ও বিল্ডিং কন্সট্রাকশন অ্যাক্ট নতুন করে প্রণয়ন করতে হবে। অল্প পরিবর্তনে কাজ হবে না। সময় ও বাস্তবতার চাহিদায় প্রয়োজনীয় কিছু রেখে নতুন করে প্রণয়ন করতে হবে।

তিনি আরও বলেন, রাজউকের বোর্ডে কেবল আমলা থাকলে চলবে না। বোর্ডে শহর পরিকল্পনায় দক্ষ বিশেষজ্ঞ রাখতে হবে। ওয়ার্কিং গ্রুপ গঠন করে কাজ করতে হবে।

রিজওয়ানা হাসান বলেন, রাজউক কি ডেভেলপার না রেগুলেটর- তা পরিষ্কারভাবে নির্ধারণ করতে হবে। রাজউককে আর হাউজিং করতে দেওয়া যাবে না। গৃহহীনদের জন্য ঘরের ব্যবস্থা হতে পারে, ধনীদের জন্য নয়। গোটা এলাকাভিত্তিক মাস্টারপ্ল্যান করতে হবে। বেসরকারি হাউজিং নিয়ন্ত্রণের প্রয়াস আগে ছিল না, এখন তা জরুরি। রাজউককে রাজনৈতিক চাপে রাখা যাবে না।

পূর্বাচলের জমি ধ্বংসের সমালোচনা করে উপদেষ্টা বলেন, মন্ত্রী-এমপিদের জন্য হাউজিং করার যৌক্তিকতা নেই। রাজউককে জাতীয় ও নির্মিত ঐতিহ্য রক্ষায় কাজ করতে হবে। তিনি বলেন, নগরবাসীর জীবনমান উন্নয়ন রাজউকের দায়িত্ব। রাজউকের ভবনটিও আধুনিক ও পরিবেশবান্ধব হওয়া উচিত।

সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ঢাকাকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজউক অগ্রণী ভূমিকা রাখছে। অপরিকল্পিত নগরায়ন যেন না হয়। রাজউক এখন মাঠপর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছে কীভাবে তাদের কাছে সহজেই সেবা দেওয়া যায় সে বিষয়ে। রাজউকের এই সদিচ্ছা রাজউককে একটি জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে পরিচিত করে তুলছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম বলেন, রাজউক অনেক চমৎকার কাজ করছে। সততা ও নিষ্ঠার সঙ্গে আমাদের ভালো কাজ করতে হবে। আমি রাজউক সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করবো রাজউক চেয়ারম্যানকে সহযোগিতা করার জন্য, যেন তিনি ঢাকাকে একটি বাসযোগ্য নগরী করার স্বপ্ন পূরণ করতে পারেন।

মতবিনিময় সভায় রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মো. হারুন-অর-রশীদ, সদস্য (এস্টেট ও ভূমি) শেখ মতিয়ার রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:৪৯   ১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
নিম্নবিত্তদের জন্য ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রাজউকের
অন্তর্বর্তীকালীন সরকারের তৎপরতায় রোহিঙ্গা সংকট বৈশ্বিক আলোচনায় ফিরেছে : প্রেস সচিব
ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের জন্য ভাতার উদ্যোগ নেবে বিএনপি : তারেক রহমান
প্রধান উপদেষ্টাকে কাতারের সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার প্রদান
বিএফডিসির সক্ষমতা বৃদ্ধিতে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে: মাহফুজ আলম
পৃথিবীর বুকে বাংলাদেশকে একটি সুন্দর দেশ হিসেবে গড়ে তোলা হবে - সমাজকল্যাণ উপদেষ্টা
জামালপুরে একবিঘা জমির আধাপাকা ধান কেটে নিল যুবদল নেতা
বিভক্তি থাকলে দেশটা আবার ভারতীয় আধিপত্যবাদের হাতে চলে যাবে: মির্জা আব্বাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ