
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তা থেকে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা পদত্যাগ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও জেলা শহরের একটি বে-সরকারি সংস্থার হলরুমে বিএনপি আয়োজিত রাষ্ট্রের অবকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্প্রক্তি প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন এ্যানি।
এ্যানি বলেন, ‘তারেক রহমানের যেই দৃষ্টিভঙ্গি, তার যে চিন্তা, যেই ধারণা, যেটি এক সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের সামনে দিয়েছিলেন। যেটি বেগম খালেদা জিয়ার ভিশন টুয়েন্টি, থার্টির মাধ্যমে জনগণের সামনে তুলে ধরেছিলেন। এই ৩১ দফার মধ্যে মিডিয়া সংস্কারের কথা আছে, সবার জন্য স্বাস্থ্য, সবার জন্য শিক্ষা, বিশেষ করে নির্বাচন কীভাবে হবে, কীভাবে হওয়া উচিত, সেখানে বিশেষ যে সংস্কারের প্রয়োজন, সে কথাগুলো আমরা তুলে ধরেছি।’
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘আজকে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার, সংস্কার নিয়ে যে কথাগুলো বলছেন, নির্বাচন নিয়ে যে আলোচনাগুলো করছেন, এই ৩১ দফার সঙ্গে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার, তার সঙ্গে অনেক কিছুর মিল রয়েছে।’
তিনি বলেন, ‘আজ আমরা লক্ষ্য করছি শুধু জনপ্রিয়তায় নয়, বাস্তবে এই ৩১ দফা আমরা যদি এই নির্বাচনের মধ্য দিয়ে, সবার আন্তরিকতা, সবার সহযোগিতার মধ্য দিয়ে, সব রাজনৈতিক দল মত, সবাইকে এককরে আমরা এই লক্ষ্যে পৌঁছাতে পারি, আমার দীর্ঘ বিশ্বাস বাংলাদেশের মাটিতে আবার ফ্যাসিবাদ আসতে পারবে না।’
এ কর্মশালায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মীসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।
এ ছাড়াও এ কর্মশালার দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও কনফারেন্সে যুক্ত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৩০:২২ ১০ বার পঠিত