
ই-পার্লামেন্ট এর সম্ভাব্যতা যাচাইয়ের ওপর একটি উদ্বোধনী কর্মশালায় বক্তারা বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ এবং জনগণমুখী সংসদীয় ব্যবস্থা নিশ্চিত করার জন্য ডিজিটালাইজেশন এর প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়,জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় আজ ঢাকার একটি হোটেলে যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। ইউএনডিপি বাংলাদেশ এর “স্ট্রেনদেনিং ইন্সটিটিউশনস, পলিসিস এন্ড সার্ভিসেস (SIPS)” প্রকল্পের আওতায় ‘Inception Wokshop on e-Parliament Feasibility Study’ শীর্ষক দিনব্যাপী এই কর্মশালা উন্নয়ন লক্ষ্য, বিশেষ করে এসডিজি (SDG)এর ৫: জেন্ডার সমতা এবং ১৬: শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্তর্বতীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি সংসদকে সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব করতে হলে, এটিকে স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং জবাবদিহিতামূলক হতে হবে। ই-পার্লামেন্ট এর উদ্যোগ জনগণের আস্থা পুনর্নির্মাণ এবং সংসদীয় মূল্যবোধ পুনরুদ্ধারের একটি ঐতিহাসিক সুযোগ, যা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে দীর্ঘদিন ধরে অনুপস্থিত। কিন্তু এই উদ্যোগ সফল হওয়ার জন্য আমাদের অবশ্যই অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে এবং প্রকৃত জনপ্রতিনিধিদের সংসদে নিয়ে আসতে হবে।”
বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এই উদ্যোগের মূল উদ্দেশ্য তুলে ধরে বলেন, “এটি কেবল অবকাঠামোর বিষয় নয় - এটি প্রাতিষ্ঠানিক মূল্যবোধের সঙ্গে সম্পর্কিত। ডিজিটালাইজেশন কেবলমাত্র একটি বাহন, যার গন্তব্য একটি সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং ভবিষ্যতের জন্য সংসদ প্রস্তুত, যা গণতন্ত্রের আদর্শকে ধারণ করে। গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে ইউএনডিপি দীর্ঘস্থায়ী সহযোগী হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়কে সহযোগিতা করতে পেরে গর্বিত।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত) কোরিন হেনচোজ পিগনানি। তিনি বলেন, “সংসদীয় কার্যক্রমকে আরও জনগণমুখী করে তোলাই নাগরিকদের সেবা দেওয়ার সর্বোত্তম উপায়। এ ধরনের উদ্যোগ জনগণের সঙ্গে সংসদের সংযোগকে আরও টেকসই করবে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সংসদ সচিবালয়ের সচিব মোঃ মিজানুর রহমান,এনডিসি। অন্যান্য উল্লেখযোগ্য বক্তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেনজামিন রিয়াজী এবং ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক।
আগাতা ওয়ালচ্যাক, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস অ্যান্ড প্রসেসেস স্পেশালিস্ট, ব্যুরো ফর পলিসি অ্যান্ড প্রোগ্রাম সাপোর্ট, ইউএনডিপি এবং অবিনাশ বিখা, পার্লামেন্টারি ডিজিটাল ট্রান্সফরমেশন স্পেশালিস্ট, ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন। তাঁরা সংসদীয় স্বচ্ছতা এবং জনসাধারণের সম্পৃক্ততার ওপর ডিজিটাল টুলস এর প্রভাব বর্ণনা করতে গিয়ে আর্মেনিয়া, ভুটান ও সার্বিয়ার মতো দেশসহ বিশ্বব্যাপী সেরা অনুশীলনগুলির উদাহরণ তুলে ধরেন।
ই-পার্লামেন্ট ফিজিবিলিটি স্টাডি এর উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থার সদস্য এবং ইউএনডিপি’র কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮:৫০:০৮ ৩০ বার পঠিত