
জুন মাসের আগেই নিয়মিত ও বিশেষ অভিযানের মাধ্যমে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করা হবে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক শাজাহান মিয়া।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডিতে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে রবীন্দ্র সরোবর থেকে একটি র্যালি শুরু হয়। ধানমন্ডি বিভিন্ন আবাসিক এলাকা প্রদক্ষিণ করে র্যালিটি।
এতে সিটি করপোরেশনের পাশাপাশি ধানমন্ডি সোসাইটি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা অংশ নেন।
এরপর ৮০০ পরিচ্ছন্নতা ও মশক নিধনকর্মীকে নিয়ে ধানমন্ডি এলাকা পরিষ্কার এবং ডেঙ্গু নিধনের অভিযান চালানো হয়।
বাংলাদেশ সময়: ১৫:২৪:৫৮ ১৩ বার পঠিত