না.গঞ্জে মামুনুল হক ‘কুরআনের বিরুদ্ধে অবস্থান নিলে শেখ হাসিনার মত আচরণ করা হবে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » না.গঞ্জে মামুনুল হক ‘কুরআনের বিরুদ্ধে অবস্থান নিলে শেখ হাসিনার মত আচরণ করা হবে’
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫



না.গঞ্জে মামুনুল হক ‘কুরআনের বিরুদ্ধে অবস্থান নিলে শেখ হাসিনার মত আচরণ করা হবে’

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী সময়ে ব্যাপক সংস্কারের পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু বিগত সময়ে সংস্কারের আওয়াজ ওঠেনি। রাষ্ট্রকে সংস্কারের কথা কেউ বলেনি। জুলাই বিপ্লবে দুই সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়ে প্রতিষ্ঠিত এই অন্তর্বর্তী সরকারের একটি মহৎ উদ্যোগ হলো সংবিধানসহ বিভিন্ন খাতে সংস্কার কাজ করা।

শুক্রবার (২৫ এপ্রিল) চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে হেফাজতে ইসলামের এক সমাবেশে, প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

আগামী ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ডাকা হেফাজতে ইসলামের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, আমাদের সাংগঠনিক কিছু মতপার্থক্য রয়েছে। ৩ তারিখে আমরা সবাই সেই মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে মহাসমাবেশ সফল করবো। আজকের এই সমাবেশে বর্ষীয়ান নেতা ও আমাদের মুরুব্বি আব্দুল আউয়াল (কেন্দ্রীয় নায়েবে আমির) সাহেবের উপস্থিত থাকার কথা ছিল। ইনশাআল্লাহ ৩ তারিখের মহাসমাবেশে নারায়ণগঞ্জ থেকে সব মতবিরোধের ঊর্ধ্বে উঠে এক মহামিছিল নারায়ণগঞ্জ থেকে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশে যাত্রা করবে।

নারীবিষয়ক সংস্কার কমিশনের বিভিন্ন প্রস্তাবের সমালোচনা করে মামুনুল হক বলেন, আমরা চিন্তাও করতে পারছি না আগস্ট বিপ্লবের পর কুরআনকে কটাক্ষ করা প্রস্তাব উপস্থাপন করা হতে পারে। এই জঘন্য কমিশন বলেছে বাংলাদেশে বিদ্যমান উত্তরাধিকার আইন বৈষম্যমূলক। কুরআনে বিশ্বাসী মুসলমানদের বলতে চাই, আপনারা বিশ্বাস করেন কিনা, কুরআন ইনসাফ কায়েমের জন্য নাজিল করা হয়েছে? তা যদি হয়ে থাকে তাহলে এমন ধৃষ্টতা আমরা মেনে নিতে প্রস্তুত নই।

তিনি আরও বলেন, তারা নাকি কুরআনের এই বিধানকে উৎখাত করার অঙ্গীকার করেছে। এরপরও (প্রধান উপদেষ্টা) অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সাহেবের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের কষ্ট লাগে। আমরা ইউনূস সাহেবকে অনেক সম্মান দিয়েছি। আমাদের পরিষ্কার কথা। আল্লাহর কুরআনের বিরুদ্ধে অবস্থান নিলে তাদের সঙ্গে (পতিত স্বৈরাচার) শেখ হাসিনার মত আচরণ করা হবে।

তিনি বলেন, আগামী ৩ তারিখের আগে বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবনা প্রত্যাখ্যান করতে হবে। যদি এ প্রস্তাব প্রত্যাহার করা না হয় তাহলে সোহরাওয়ার্দী উদ্যান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।

মামুনুল হক বলেন, আল্লাহর কুরআনের বিরুদ্ধে ইসলামকে কটাক্ষপূর্ণ এ ধরনের সুপারিশ করার দায়ে নারী কমিশনে থাকা প্রতিটি সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। কুরআন বিরোধী কোনো অপশক্তির ঠাঁই বাংলাদেশে হবে না। তাদের প্রস্তাবনায় বাংলাদেশে নারীর প্রতি বৈষম্যের জন্য কুরআনের আইনকে এবং ইসলামের আইনকে বেশি দায়ী করছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:০২   ১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিদ্ধিরগঞ্জে ৭ খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন
পোপকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকায় প্রধান উপদেষ্টা
বন্দরে সিমেন্টের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১
না.গঞ্জে মামুনুল হক ‘কুরআনের বিরুদ্ধে অবস্থান নিলে শেখ হাসিনার মত আচরণ করা হবে’
নেত্রকোনায় তিনদিনব্যাপী বৈশাখী লোকনাট্য উৎসব
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ‘স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষ্যে সংবর্ধনার আয়োজন
বাংলাদেশ ও তুরস্কের অভিন্ন লক্ষ্য ন্যায়বিচার, মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা: প্রধান বিচারপতি
প্রধান উপদেষ্টার সাথে কাতার সফরকে স্বপ্নের মত বললেন চার ক্রীড়াবিদ
প্রধান উপদেষ্টা রোমে পৌঁছেছেন
কোহলির রেকর্ড গড়া ম্যাচে রাজস্থানকে হারালো ব্যাঙ্গালুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ