
জামালপুর প্রতিনিধি : মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করা সত্ত্বেও অপ্রতিরোধ্য ভাবেই বেড়ে চলছে এর পরিধি ও আগ্রাসন। এতে নষ্ট হচ্ছে যুব সমাজ। বাড়ছে চুরি ছিনতাইয়ের মত নানা অসামাজিক ঘটনা। এই সামাজিক অবক্ষয় নিরসনে ও প্রতিকার প্রতিরোধ গড়ে তুলতে জামালপুরে সরিষাবাড়ীতে “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার(২৭ এপ্রিল) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল বাজার এলাকায় সচেতন নাগরিকদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক লিটন মিয়া’র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদুল আলম মোর্শেদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আলাউদ্দিন, ডোয়াইল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুসা, দপ্তর সম্পাদক আরিফুর ইসলাম, ডোয়াইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আকতার হোসেন মেম্বার, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান আরিফ, ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুল ইসলাম সফি, ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি জাহিদুল ইসলাম সুজাত, সহ সভাপতি ডাক্তার মামুন, ক্রীড়া সম্পাদক নাঈম হোসেন, দপ্তর সম্পাদক মজনু রানা, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আশিক মিয়া, ছাত্রনেতা বিশাল আহমেদ। এছাড়াও স্থানীয় বিভিন্ন পেশাজীবীসহ সচেতন নাগরিকরা সমাবেশে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদক কেড়ে নেয় মানুষের মনুষ্যত্ব, মানসম্মান বংশ মর্যাদা ঐতিহ্য। কেড়ে নেয় সামাজিক নিরাপত্তা, পরিবারের সুখশান্তি। মাদকাসক্তরা হারায় নিজেদের ওপর নিয়ন্ত্রণ। এতে এহেন কোন অপরাধ নেই, যাতে তারা পিছপা হয়। দেশের আইনশৃঙ্খলার জন্য মাদকাসক্তি ইতোমধ্যে হুমকি হয়ে উঠেছে। এলাকায় মাদকসেবীদের অবাধ তান্ডবে আজ যুবসমাজ, ছাত্রসমাজ হুমকির মুখে। তাই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থা তথা অবিলম্বে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। এলাকা থেকে মাদক নির্মুলের কঠোর ব্যবস্থা গ্রহন না করা হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন সমাবেশ থেকে বক্তারা।
বাংলাদেশ সময়: ১৮:১৫:৪৯ ১৮১ বার পঠিত