মিয়ানমারকে করিডোর দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার উচিত ছিল: মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » মিয়ানমারকে করিডোর দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার উচিত ছিল: মির্জা ফখরুল
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫



মিয়ানমারকে করিডোর দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার উচিত ছিল: মির্জা ফখরুল

মিয়ানমারের বেসামরিক লোকজনের কাছে মানবিক করিডোর (হিউম্যান পেসেজ) দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে শেখ বাজার এলাকায় গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব বলেন, গাজাতে এখন যুদ্ধ চলছে। সেখানে যাওয়া যায়না৷ কিন্তু জাতিসংঘ থেকে সেখানে খাবার ঔষুধ পাঠাতে হলে জর্ডান থেকে অথবা মিশর থেকে রাস্তা তৈরি করে, ওদিক দিয়ে গাজাতে পাঠানো হচ্ছে। ভালো কথা, মানবিকতার দরকার আছে। আমার কথা হচ্ছে আজকে বাংলাদেশকে ওই জায়গাতে পৌঁছাতে হলো। যে বাংলাদেশকে একটা হিউম্যান পেসেজ (মানবিক করিডোর) দিতে হচ্ছে। এটা অনেক বড় সিদ্ধান্ত। এ সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভবিষ্যতে এ অঞ্চলের শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা জড়িত আছে। সরকারের উচিত ছিলো এ বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। তারা এটা না করে এককভাবে সিদ্ধান্ত নিয়ে হিউম্যান পেসেজ (মানবিক করিডোর) তারা দিচ্ছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, আমাদের মানুষকে সাহায্য করার ব্যপারে কোন আপত্তি নাই। জাতিগতভাবে সাহায্য করতে আমাদের আপত্তি নাই৷ কিন্তু এটা হতে হবে সকল মানুষের সমর্থনে। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাইনা। আমরা যুদ্ধের মধ্যে জড়াতে চাইনা। এখানে এসে অন্য কেউ৷ এসে গোলমাল করুক আমরা চাইনা। একে তো রোহিঙ্গাকে নিয়ে আমরা সমস্যায় আছি। আবার মানবিক করিডোর দিয়ে কোন ধরনের সমস্যা সৃষ্টি হোক সেগুলো আলোচনা করে করিডোর দেওয়া উচিত ছিলো বলে আমরা মনে করি।

মির্জা ফখরুল বলেন, আমি আজ এখানে ভোট চাইতে আসিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আহ্বান প্রতিশোধ পরায়ন না হয়ে সকলে মিলে ভালোবাসা দিয়ে দেশ গড়ার, সে কথায় বলতে এসেছি। আসুন আমরা সবাই মিলে একটা ভালোবাসার দেশ গড়ি।

এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:৫৬   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
কাঙ্ক্ষিত বাণিজ্য লক্ষ্য অর্জনে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে : বাণিজ্য উপদেষ্টা
বন্দরে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক
ভোটে নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন করে প্রচেষ্টা চালানোর জন্য সার্ক মহাসচিবের আহ্বান
সোনারগাঁয়ে সম্পত্তির জন্য বাবাকে মারধর, সেই ছেলে আটক
মিয়ানমারকে করিডোর দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার উচিত ছিল: মির্জা ফখরুল
নারায়ণগঞ্জ আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চড়-থাপ্পড়
প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ