মিথ্যা অভিযোগের প্রতিবাদে- চেয়ারম্যান রাজমহর

প্রথম পাতা » ছবি গ্যালারী » মিথ্যা অভিযোগের প্রতিবাদে- চেয়ারম্যান রাজমহর
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫



মিথ্যা অভিযোগের প্রতিবাদে- চেয়ারম্যান রাজমহর

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা কাজিপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের জনপ্রিয় ও মানবিক ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাক রাজমহর এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি, আইন ও বিধি বহির্ভূত কর্মকান্ড এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে অনুপস্থিতি ও আত্মগোপনে থেকে নাগরিকদের কাঙ্খিত সেবা বঞ্চিত করার অভিযোগটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে তিনি দাবি ও অভিযোগ করেছেন।

এছাড়াও অনলাইন ভিত্তিক কিছু নিউজ পোর্টালে উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক প্রতিহিংসায় তার ব্যক্তিত্ব, সামাজিকতা ও রাজনৈতিক মূল্যবোধ হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে অসত্য অশালীন ও বিকৃত ভাষায় সংবাদ প্রকাশিত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে নিউজ টু নারায়ণগঞ্জ কে এসব তথ্য তিনি নিশ্চিত করেন। এসময় তিনি বলেন, আমার নৈতিকতা, সামাজিকতা ও রাজনৈতিক সৃজনশীলতায় জনগণ মনে অধম্য ভালবাসায় আবৃত। তাই আমি তাদের ভালোবাসায় নিজেকে উৎসর্গিত করেছি মানবিক সেবায়। আমি জনগণের গোলাম হয়ে নিজের সর্বোচ্চটুকু দিয়ে খেদমত করতে চাই। আমার প্রতি স্থানীয় সরকারের যে অর্পিত দায়িত্ব রয়েছে, তা পালনে আমি সর্বদা সচেষ্ট। আমি ইউনিয়ন পরিষদ কার্য পরিচালনাসহ শতভাগ নাগরিক সেবা সুনিশ্চিত করতে প্রত্যয়ী এবং করে আসছি।

চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর আরও বলেন, গত ৫ আগস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মধ্যদিয়ে বিগত সরকারের পতন ঘটে। এরপর অন্তবর্তীকালীন সরকারের নির্দেশিত প্রজ্ঞাপন অনুযায়ী আমার নির্বাচনী এলাকা মনসুর নগর ইউনিয়নের কাঙ্খিত নাগরিক সেবা ত্রুটিহীন ভাবে অব্যাহত রয়েছে। শুধু তাই নয়, মুষ্টিগত কিছু রাজনৈতিক ব্যক্তি ছাড়া সাধারণ জনগণ ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা থেকে বঞ্চিত, হয়রানি ভোগান্তিতে পড়েছেন এমন অভিযোগ ভিত্তিহীন দুর্লভ।

যদি আমি ইউনিয়ন পরিষদে অনুপস্থিতি ও আত্মগোপনে থাকতাম তাহলে

তিনি আরো বলেন, সাম্প্রতিককালে রাজনৈতিক প্রতিহিংসায় নানা বাধা-বিপত্তি সহ প্রাণনাশের হুমকিও এসেছে। তবুও আমি অভয় চিত্তে উপেক্ষা করে ইউনিয়নবাসীর নাগরিক সেবা সুনিশ্চিত করেছি। যার ফলশ্রুতিতে আজ জন্ম নিবন্ধন ৯৪১, পূর্ণ মুদ্রণ ৯৪৮, সংশোধন ৭৯৮, নাগরিক সনদ ৬৭৩, চারিত্রিক সনদ ৮১, অবিবাহিত সনদ ৮০, ওয়ারিশিয়ান সনদ ৮০, অভিভাবক সম্মতি পত্র ৯৮ ও ট্রেড লাইসেন্স ৯৪ জন সেবা প্রার্থীকে সেবা প্রদান করতে সক্ষম হয়েছি। এছাড়াও বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে আসছেন বলে জানান তিনি।

চেয়ারম্যান রাজমহর বলেন, ইউনিয়ন পরিষদের কতিপয় ইউপি সদস্যরা তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং রাজনৈতিক প্রতিহিংসায় তার বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা, অশ্লীল ভাষায় গালমন্দ সহ ইউপি সদস্যদের সাথে দুর্ব্যবহার করার যে প্রস্তাবনা রেজুলেশন উপজেলা নির্বাহী ও জেলা প্রশাসক বরাবর তুলে ধরেছেন তা সম্পূর্ণ অসত্য ,বানোয়াট ও ভিত্তিহীন।

এছাড়াও মনসুর নগর ইউনিয়নের জন্য এখন পর্যন্ত কোন প্রশাসক বা প্যানেল চেয়ারম্যান নিয়োগ করা হয়নি। ফলে ওই ইউনিয়নের সেবা প্রত্যাশীরা কাঙ্ক্ষিত সেবা পেতে বিড়ম্বনার শিকার হচ্ছেন। এ এতথ্যটিও শুধুমাত্র অপপ্রচার বলে মন্তব্য করেন তিনি করেন।

চেয়ারম্যান রাজমহর বলেন, দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে, সামাজিক কর্মকান্ড নিজেকে সম্পৃক্ত রেখেছি এবং অন্যায়, অনিয়ম, দুর্নীতি, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, জুয়া, সন্ত্রাস, ভূমিদখল ও বৃক্ষ নিধনসহ সকল অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধে অবিচল থেকেছি। কখনো সত্য ও ন্যায় ব্যথিত মাথা নত করিনি।

কিন্তু আজ যারা আমাকে দলীয় ট্যাগ লাগিয়ে, রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপবাদ,অভিযোগ দিয়ে হয়রানিসহ মানহানিকর অপপ্রচার করছেন এবং জনপ্রতিনিধিত্ব (চেয়ারম্যান পদবী) ক্ষমতা ছিনিয়ে নিতে বা ক্ষমতার দখল করতে অবিরত অপচেষ্টায় করছেন, তা সম্পূর্ণ অমানবিক ধৃষ্টতা। আমি স্থানীয় সরকার প্রশাসনের নিকট বিনীত প্রার্থনা করছি, তারা যেন কোন অপশক্তির কাছে প্রভাবিত না হয়ে দেশের প্রচলিত আইনে প্রতি শ্রদ্ধা রেখে সিদ্ধান্তে উপনীত হন। এটি আমার একজন স্থানীয় সরকারের জনপ্রতিনিধি হিসেবে সংশ্লিষ্টদের প্রতি বিনীত আহ্বান।

বাংলাদেশ সময়: ১০:৫৭:২১   ১৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে এখনো কোনো আলোচনা হয়নি : প্রেস সচিব
প্রতিহিংসা এবং প্রতিশোধ কখনো শান্তি বয়ে আনতে পারে না
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে ঐকমত্য কমিশনের বৈঠক
শ্রমজীবী মানুষের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার অঙ্গীকারবদ্ধ : শ্রম উপদেষ্টা
সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
স্বল্পোন্নত দেশে থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয় : ড. দেবপ্রিয়
মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের ওয়াদা: সিইসি
সীমান্তে গভীর রাতে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি
পুকুরে মিলল মাদরাসাছাত্রের হাত-পা বাঁধা মরদেহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ