
এবার নিশ্চয়ই শান্তিতে ঘুমাতে পারবেন বসুন্ধরার কোচ। ফেডারেশন কাপের ফাইনাল শেষ না হওয়ায় গত ৭ দিন ঠিকমতো ঘুমাতে পারেননি বলে জানিয়েছেন ভ্যালেরিও তিতা। আজ ময়মনসিংহে চ্যাম্পিয়ন হওয়ার পর এমনই জানিয়েছেন আর্জেন্টাইন কোচ।
টাইব্রেকারে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের বীরত্বে আজ ৫-৪-এ আবাহনীকে হারিয়ে চতুর্থবারের মতো ফেডারেশন কাপ জিতেছে বসুন্ধরা।
আর টানা দ্বিতীয়বার। দলের চতুর্থ হলে প্রথমবারের মতো বসুন্ধরার হয়ে কোনো মেজর শিরোপা জিতেছেন তিতা। চ্যাম্পিয়ন হওয়ার পর খুশি হওয়ায় কোচ বলেছেন, ‘আমি ভীষণ খুশি। গত সাত দিন আমি ঘুমাইনি।
এই ম্যাচের আগে আমি মাত্র এক ঘণ্টা ঘুমিয়েছি। এটা ফাইনাল, আমি কোচ, আমার জন্য এটা সহজ নয়। সবাই শুধু বসুন্ধরা কিংস নিয়ে কথা বলে, কিন্তু তাদের বুঝতে হবে এই বসুন্ধরা কিংস আগের বসুন্ধরা কিংস নয়, অন্য একটা বসুন্ধরা কিংস।’
চ্যাম্পিয়ন হওয়া কোচের এবার লক্ষ্য লিগে দ্বিতীয় হওয়া।
তিতা বলেছেন, ‘এটা আমাদের জন্য ভালো কঠিন মৌসুমে সাফল্য পাওয়া। এর আগে আমরা চ্যালেঞ্জ কাপ জিতেছি, এবার ফেডারেশন কাপ জিতলাম। এখন আমাদের লক্ষ্য দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করার।’
ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হওয়ায় এএফসি কাপে খেলার সুযোগ পেয়েছে বসুন্ধরা। তাতে ভীষণ আনন্দিত রাকিব হোসেন।
এই ফরোয়ার্ড বলেছেন, ‘লিগ হাতছাড়া হয়ে গেছে, কিন্তু ফেডারেশন কাপ জয়ের সুবাদে আমরা এএফসির আসরে খেলতে পারব, এটা ভালো ব্যাপার আমাদের জন্য। আসলে এটা কঠিন ছিল, মিগেল না থাকার কারণে আমি আমার পজিশনে খেলতে পারছিলাম না। আমি তো প্রোপার স্টাইকার না, আমি উইঙ্গার। তার পরও মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। শেষ দিকে এসে নিজের পজিশনে খেলতে পেরেছি। আমাদের লক্ষ্য ছিল একসাথে ডিফেন্স করার, একসাথে আক্রমণে যাওয়ার, সেই পরিকল্পনায় আমরা সফল হয়েছি।’
গত ২২ এপ্রিল কালবৈশাখী ঝড়ের পর আলোকস্বল্পতার কারণে ফাইনাল স্থগিত রাখতে বাধ্য হন ম্যাচ রেফারি। সেদিন নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়সহ মোট ১০৫ মিনিট খেলা হয়। এদিন শেষ মুহূর্তে লাল কার্ড দেখেন ফাহিম। এতে ১০ জন নিয়ে আজ মাঠে খেলতে নামে বসুন্ধরা। বাকি ১৫ মিনিট তাই কোনোভাবে কাটিয়ে টাইব্রেকারে ম্যাচ নিয়ে যাওয়াই লক্ষ্য ছিল বসুন্ধরার।
ম্যাচ শেষে এমনটিই জানিয়েছেন ফাইনালের নায়ক শ্রাবণ। প্রতিপক্ষের ফরোয়ার্ড এমেকা এগবুগের শট ঠেকিয়ে নায়ক বনে যাওয়া বসুন্ধরার গোলরক্ষক বলেছেন, ‘১৫ মিনিটের খেলা বাকি ছিল, ওদের ১১ জনের বিপক্ষে খেলতে হয়েছে আমাদের। তাই আগে থেকেই আমাদের টাইব্রেকার নিয়ে পরিকল্পনা ছিল এবং সেটা বাস্তবায়ন করতে পেরেছি।’
বাংলাদেশ সময়: ২৩:০৮:৪১ ১৩ বার পঠিত