নির্বাচনী মাঠে পারভীন ওসমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনী মাঠে পারভীন ওসমান
শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮



নিউজটুনারায়ণগঞ্জঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অতঃপর নির্বাচনী মাঠে নামলেন প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমানের সহধর্মীণি পারভীন ওসমান। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমানের কবর জিয়ারত শেষে এমনটাই জানিয়েছেন সম্ভাব্য জাতীয় পার্টির মনোনীত প্রার্থী পারভীন ওসমান।
তিনি সাংবাদিকদের জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ তার বাসায় ডেকে নিয়ে আমাকে বলেছেন, নারায়ণগঞ্জ-৫ আসনটি তোমার স্বামীর। তার অবর্তমানে তুমি এ আসন থেকে নির্বাচন করবে। এ জন্য তিনি আমাকে মাঠে নামার জন্যও নির্দেশনা প্রদান করেছেন।তারই ধারাবাহিকতায় প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের কবর জিয়ারতের মধ্যদিয়ে আজ থেকে আমি নির্বাচনী মাঠে নামালাম। এ জন্য আমি সকলের দোয়া কামনা করছি।
তিনি আরোও বলেন, নারায়ণগঞ্জের সাধারণ মানুষ ইতিমধ্যেই আমাদের প্রতি তাদের ভালোবাসার প্রমাণ দিয়েছেন। সেইজন্য কৃতজ্ঞ আমি ও আমার পরিবার এই নারায়ণগঞ্জের মানুষের কাছে। প্রয়াত সাংসদ নাসিম ওসমান, তিনি আপনাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে আমি আপনাদের সহযোগিতা চাই। ক্ষমতা বড় কথা নয়, মানুষের সহযোগীতা করাই হচ্ছে মুখ্য বিষয়। আমরা ক্ষমতা নয় মানুষের সেবা করতে চাই। তিনি যেভাবে আপনাদের পাশে ছিলেন ঠিক সেভাবেই আমি ও আমার পরিবার সর্বদা আপনাদের পাশে থাকব । যেভাবে ভালোবেসে আপনারা আমাদের পাশে ছিলেন ঠিক সেইভাবেই আগামী দিনগুলোতেও আপনারা আমাদের পাশে থাকবেন।
এর আগে প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের কবর জিয়ারত করে নাসিম ওসমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এসময় পারভিন ওসমানের সাথে উপস্থিত ছিলেন একমাত্র পুত্রবধু সাবরীনা ওসমান জয়া, ও আজমেরী ওসমান , দৌহিত্র আব্রাহাম ওসমান আলিফ সহ নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ২৩:১৭:২৮   ৩৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ