খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের বোর্ডে রাখার দাবি বিএনপির

প্রথম পাতা » ছবি গ্যালারী » খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের বোর্ডে রাখার দাবি বিএনপির
শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮



বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ৫ চিকিৎসককে মেডিকেল বোর্ডে অন্তর্ভূক্ত করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী একথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় তার ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্ত হওয়ার আশ্বাস দিয়েও স্বরাষ্ট্রমন্ত্রী কথা রাখেননি। ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে চিকিৎসা না করিয়ে সরকারের অনুগত চিকিৎসকদের দিয়ে খালেদার স্বাস্থ্য পরীক্ষা করানোর সিদ্ধান্ত দুরভিসন্ধিমূলক।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার মতো একজন অসুস্থ মানুষের সঙ্গে তামাশা করা হচ্ছে। খালেদা জিয়ার চিকিৎসায় অবহেলা করে সরকার মানবাধিকার লঙ্ঘন করছে। খালেদার কোনও ধরনের ক্ষতি হলে সরকারকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার বিপুল জনপ্রিয়তায় ঈর্ষা ও বিদ্বেষের বশবর্তী হয়ে অবৈধ সরকারের প্রধামন্ত্রী শেখ হাসিনা তাকে জেলে অন্তরীণ করে রেখেছেন অন্যায়ভাবে। সরকার তাই বিনা চিকিৎসায় দেশনেত্রীকে শোচনীয় দূর্দশায় উপনীত করার লক্ষ্যে কৌশলী চক্রান্ত চালাচ্ছে। বেগম জিয়ার পছন্দ মতো চিকিৎসকদের দিয়ে চিকিৎসা না দিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এমন চিকিৎসকদের দিয়ে তার মেডিকেল বোর্ড গঠন করেছে।

অর্থাৎ ক্ষমতাসীনদের অনুগত চিকিৎসকরা বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে প্রথমে শেখ হাসিনাকে রিপোর্ট করবে, তারপরে শেখ হাসিনা যা বলে দিবেন সেই অনুযায়ী চিকিৎসা চলবে।

বাংলাদেশ সময়: ১৪:৪৩:১৮   ১৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ