রবিবার দুপুরেই বিশেষ বিমানে জার্মানি-ইতালি যাবেন মমতা

প্রথম পাতা » আন্তর্জাতিক » রবিবার দুপুরেই বিশেষ বিমানে জার্মানি-ইতালি যাবেন মমতা
শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮



ফের বিদেশ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের জন্যে বিনিয়োগ টানতেই তাঁর এই সফর বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রবিবার দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে জার্মানির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সেখান থেকে ইতালির মিলানেও যাবেন বলে জানা গিয়েছে।

দুই দেশেই সেখানকার শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন মমতা। কেন তাঁরা বাংলায় আসবেন তা তাঁদের সামনে তুলে ধরবেন মমতা এবং প্রশাসনিক আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিব। বাংলার এক বাণিজ্য প্রতিনিধিদল মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রাক্‌প্রস্তুতি হিসাবেই তিনি ইতালি এবং জার্মানিতে যাচ্ছেন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রতিবার প্রায় ৩৬-৩৭টি দেশের শিল্পপতি এবং বণিক সংগঠনের প্রতিনিধিরা যোগ দিয়ে থাকেন। তাঁরাও মুখ্যমন্ত্রীকে অনেক সময় আমন্ত্রণ জানান। সেই নিমন্ত্রণ রক্ষা করতেই তাঁর এই বিদেশ সফর বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তাঁর কথায়, ‘আমরা যদি না যাই, তারা দুঃখ পায়।’

তিনি আরও বলেন, ‘বিজনেস সামিটের জন্য বছরে আমাদের একবার বাইরে যেতে হয়। রাজ্যের স্বার্থে, বাণিজ্যের স্বার্থে, বিনিয়োগের স্বার্থেই আমাদের বাইরে যেতে হয়। যদিও অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা বছরে ১৫-২০ বার বাইরে যান। তাঁদের নিজস্ব ফ্লাইট পর্যন্ত আছে। বাংলা এদিক থেকে গরিব বলতে পারেন। আমরা সবসময় চেষ্টা করি, বাইরে একটু কম যেতে। প্রয়োজন ছাড়া কখনই বিদেশে যাই না।’ তিনি জানান, বিজিপিএস একটা নিউ কনসেপ্ট। তাকে কেন্দ্র করে সাড়ে ৯ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। তার মধ্যে ৩ লক্ষ ৬০ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

প্রসঙ্গত, শেষবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ইতালি এবং জার্মানি থেকে একটা বড় শিল্প প্রতিনিধিদল এসেছিলেন। তার মধ্যে ইতালির গভর্নরও ছিলেন। তাঁরা ইতালিতে যাওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়ে গিয়েছেন। ইতালিতে চর্ম ও ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি খুবই উন্নত। এ রাজ্যেও চর্মশিল্পের খুব দ্রুত প্রসার ঘটছে। লখনউ থেকে চর্মশিল্প চলে আসছে বাংলায়। চর্মশিল্পে রাজ্য নাম্বার ওয়ান হতে চলেছে। রাজ্যের চর্মশিল্পে আরও বেশি করে বিনিয়োগের জন্য ইতালির শিল্পপতিদের কাছে আহ্বান জানাবেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, জার্মানিতে আবার ম্যানুফ্যাকচারিং শিল্প খুব উন্নত। গতবার জার্মানি থেকে শিল্পপতিদের একটি দল বাণিজ্য সম্মেলনে যোগ দিতে এসেছিল। আগামী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেও সেখান থেকে প্রতিনিধিরা আসবেন বলে কথা দিয়েছেন। তাঁদের আমন্ত্রণ রক্ষা করতেই মুখ্যমন্ত্রী এক সঙ্গে দু’টি দেশে সফর করবেন।

বাংলাদেশ সময়: ১৫:০৪:০১   ২৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ