রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজোন দিবস
উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এ বছর আন্তর্জাতিক ওজোন
দিবস যথাযোগ্যভাবে পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। পৃথিবীর জীব
বৈচিত্র্য রক্ষায় ওজোনস্তরের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে এ দিবস
সহায়ক ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
পৃথিবীর বায়ুম-লে ওজনস্তর সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকে জীব
বৈচিত্র্যকে সুরক্ষা দিয়ে থাকে। আর ওজনস্তর ধ্বংসের ক্ষেত্রে বিভিন্ন শিল্পে বিশেষ
করে শীতলীকরণ শিল্পে ব্যবহৃত ক্লোরো ফ্লোরো কার্বন বা সিএফসি গ্যাস বড়
ভূমিকা রাখে। তাই বাংলাদেশসহ বিশ্বের সকল দেশ মন্ট্রিল প্রটোকলের আওতায়
বৈশ্বিক উষ্ণায়নের ক্ষেত্রে উচ্চ ক্ষমতাসম্পন্ন হাইড্রোফ্লোরোকার্বন ব্যবহার
রোধে সোচ্চার হয়েছে। এ বছর জাতিসংঘ পরিবেশ কর্মসূচি কর্তৃক
আন্তর্জাতিক ওজোন দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘শীতল থাকার
পরিবেশবান্ধব কৌশল, মেনে চলি মন্ট্রি প্রটোকল’ যা বর্তমান প্রেক্ষাপটে
অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি। বিশ্বের সকল দেশের সম্মিলিত প্রচেষ্টায়
মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নের মাধ্যমে শুধু যে ওজোনস্তরই রক্ষা পাচ্ছে তা নয় বরং
জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশ্বব্যাপী শিল্পায়ন ও নগরায়নের প্রভাবে দিন দিন পরিবেশ দূষণ বেড়ে
চলেছে। আন্তর্জাতিক ওজোন দিবস পালনের মাধ্যমে জনগণের মধ্যে ওজোনস্তর ক্ষয় ও
এর পার্শ্ব-প্রতিক্রিয়ায় সৃষ্ট জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে
সচেতনতা বৃদ্ধি পাবে। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী
গড়তে পরিবেশ সুরক্ষায় আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
আমি আন্তর্জাতিক ওজোন দিবস ২০১৮ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির
সাফল্য কামনা করছি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
বাংলাদেশ সময়: ১৯:১৫:৩৬ ৩২৪ বার পঠিত