নিউজটুনারায়ণগঞ্জঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন সূচকে বাংলাদেশ এশিয়ার আঞ্চলিক অগ্রগতি থেকে এগিয়ে আছে । বাংলাদেশ এমডিজি এর লক্ষ্যমাত্রা অর্জনে সফলতা দেখিয়েছে সে ধারাবাহিকতায় ২০৩০ সালের মধ্যে অবশ্যই এসডিজি এর অভীষ্ট লক্ষ্য অর্জন করবে। এসময় তিনি মাতৃমৃত্যু রোধে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।
তিনি আজ সংসদ ভবনের শপথ কক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপি)এর যৌথ উদ্যোগে প্রকল্পের আওতায় আয়োজিত মাতৃস্বাস্থ্য সুরক্ষা বিষয়ক পলিসি ডায়লগে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
স্পীকার বলেন, বর্তমানে বাংলাদেশে প্রতি এক লক্ষে মাতৃমৃত্যুহার ১৭৬ জন। ২০৩০ সালের মধ্যে এ হার ৭০ জনে নামিয়ে আনা একটি বড় চ্যালেঞ্জ। দূর্গম এলাকা বিশেষ করে পাহাড়ী এলাকা,হাওরাঞ্চল ও চরাঞ্চলে মাতৃমৃত্যুর হার বেশি উল্লেখ করে তিনি বলেন, দেশের যে সকল অঞ্চলে মাতৃমৃত্যুর হার বেশি সে অঞ্চলকে চিহ্নিত করে কারণ অনুসন্ধান করে সঠিক কর্মপরিকল্পনা নির্ধারণ করে বাস্তবায়ন করতে হবে। একই সাথে অন্যান্য অঞ্চলে অর্জিত সাফল্য ধরে রাখতে পারলে কাঙ্খিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিজস্ব কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশপাশি আন্তর্জাতিক একটি সার্বজনীন মানদন্ড এসডিজি এর লক্ষও নির্ধারিত হয়েছে। এ দু’য়ের সমন্বয়ে প্রত্যেকের সুনির্দিষ্ট কাজগুলো বাস্তবায়নের দিকে আমাদের দৃষ্টি স্থির করতে হবে। এসময় তিনি মাতৃমৃত্যুরোধ ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে প্রতিটি কমিউনিটিতে জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার প্রতি গুরুত্বারোপ করেন।
মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ কমউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে স্পীকার বলেন, এ কমিউনিটি ক্লিনিক থেকে যাতে জনগণ আরও বেশি সেবা গ্রহণ করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কমিউনিটি ক্লিনিকের সেবাদানকরী জনবলকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপি) এর রিপ্রেজেনটেটিভ ড. আসা টরকেলসন। পলিসি ডায়লগে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. হাবিবে মিল্লাত এমপি। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো: আবদুর রব হাওলাদার এর সঞ্চালনায় পলিসি ডায়লগে উন্মুক্ত আলোচনায় অংশ নেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এমপি, হুইপ শহিদুজ্জামান এমপি,মাহবুব আরা বেগম গিনি এমপি, সানজিদা খানম এমপি,নূরজাহান বেগম এমপি,ফখরুল ইমাম এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপিসহ স্বাস্থ্য মন্ত্রলালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক এম এ কামাল বিল্লাহ।
পলিসি ডায়লগে সংসদ সদস্যবৃন্দ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ ও ইউএনডিপি এর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ২০:৫৩:১২ ২২১ বার পঠিত