ভারতে পাচারের সময় চার শিশুসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। ভারতে কাজ দেওয়ার নামে ভারতে তাদের পাচার করা হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।
সোমবার দুপুরে জয়পুরহাটে সদর উপজেলার পাইকরতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক চারজন হলেন, কক্সবাজারের রোহিঙ্গা দস্তগীর ক্যাম্পের ফায়েজ উদ্দিনের স্ত্রী সোহানা (৩০) এবং তার চার শিশুপুত্র তানিম হোসেন (১০), নাইম হোসেন (৭) ও রবিউল ইসলাম (৪) ও হাবিবুর রহমান (১)।
আটক সোহানার উদ্ধৃতি দিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সিলেটের জাফলং এলাকার শহিদুল ইসলাম পরিচয়ে এক দালাল ভারতে কাজ দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে ৪০ হাজার টাকা নেয়।
পরে সোহানা তার স্বামী ফায়েজ ও চার শিশু সন্তানকে নিয়ে ওই দালাল জয়পুরহাটের সীমান্ত এলাকা দিয়ে ভারতে নেয়ার চেষ্টা করছিলেন।
এসময় পাইকরতলী এলাকা দিয়ে যাওয়ার পথে এলাকাবাসীর সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশে জানায়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে এলেও রোহিঙ্গা নারীর স্বামী ও দালাল পালিয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ১৫:৪৩:৫৪ ২৪৬ বার পঠিত