সত্তরের নির্বাচন ছিল বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা - গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সত্তরের নির্বাচন ছিল বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা - গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮



---সত্তরের নির্বাচন নিছক ক্ষমতায় যাওয়ার নির্বাচন ছিল না। এ
নির্বাচনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোটা
বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা গ্রহণ করেছিলেন। নির্বাচনে
বিজয়ের মাধ্যমে তাঁর সে পরিকল্পনা বাস্তবরূপ নেয়। জাতিকে ঐক্যবদ্ধ করার
মাধ্যমেই তিনি স্বাধীনতার ডাক দেন।
আজ শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘রহমান দ্য ফাদার অভ বেঙ্গল’
শীর্ষক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তৃতায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ কথা
বলেন। জাপানি চলচ্চিত্রকার নাগিসা ওসিমা বঙ্গবন্ধুর ওপর
১৯৭২ সালে চলচ্চিত্রটি নির্মাণ করেন। আর্কাইভ ’৭১ এ প্রদর্শনীর আয়োজন
করে।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যাকা- ছিল বড় একটি ষড়যন্ত্র। যারা বাংলাদেশের
স্বাধীনতা মেনে নিতে পারেনি, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না তারাই
বঙ্গবন্ধুকে হত্যা করেছে। এ হত্যাক-ের মাধ্যমে বাঙালি জাতির পরিচয় মুছে
দেওয়ার প্রচেষ্টা করা হয়। বাংলাদেশের ইতিহাস বিকৃত করে জাতিকে বিভ্রান্ত
করার চেষ্টা করা হয়। সাতই মার্চের ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক
দেওয়ার সাথে সাথে মুক্তিযুদ্ধের সকল দিকনির্দেশনা দেন। সেই ভাষণটি নষ্ট করে
ফেলার চেষ্টা করা হয়েছে। ২১ বছর সরকারিভাবে ভাষণটি নিষিদ্ধ রাখা হয়েছে।
সেই ভাষণ আজ ইউনস্কোর সেরা ভাষণের মর্যাদা পেয়েছে।
তিনি বলেন, জিয়াউর রহমান বেঁচে থাকতেও কোনদিন নিজেকে
স্বাধীনতার ঘোষক হিসেবে দাবি করেননি। কিন্তু তার মৃত্যুর পর মুক্তিযুদ্ধের
ইতিহাস বিকৃত করার ষড়যন্ত্র থেকে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে
দাবি করা হয়। ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর
তৎকালীন আওয়ামী লীগ নেতা এম এ হান্নান দিনের বেলায় চট্টগ্রাম বেতার
থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন।
সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ
অতিথির বক্তৃতা করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ মোশাররফ
হোসেন ভূঁইয়া, রিহ্যাবের প্রেসিডেন্ট মোঃ আলমগীর শামসুল আলামিন,
রিহ্যাবের প্রথম ভাইসপ্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া ও সাংবাদিক প্রণব

সাহা।
পরে চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়। চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন স্থানেও
চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে। পিআইডি

বাংলাদেশ সময়: ২৩:৩৮:১৬   ২৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ