নেত্রকোণায় কৃষক হত্যায় চারজনের যাবজ্জীবন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নেত্রকোণায় কৃষক হত্যায় চারজনের যাবজ্জীবন
সোমবার, ১ অক্টোবর ২০১৮



---নেত্রকোণার পূর্বধলায় চার বছর আগে আব্দুস সাত্তার নামে এক কৃষককে হত্যায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। আর এই টাকা দিতে ব্যর্থ হলে দন্ডিতদের আরও এক বছর করে কারাভোগ করতে হবে। এছাড়া অভিযোগ প্রমান না হওয়ায় একজনকে খালাস দিয়েছে আদালত।

সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতে নেত্রকোণা জেলা দায়রা ও জজ আদালতের বিচারক রাশেদুজ্জামান রাজা এই রায় দেন।

যাবজ্জীবন দন্ডিতরা হচ্ছেন- উপজেলার আলমপুর গ্রামের আলাল উদ্দিন, হাসিম উদ্দিন, নিজাম উদ্দিন ও খোরশেদ উদ্দিন। তাদের বয়স ৩০ থেকে ৪৫ এর মধ্যে। অন্যদিকে খালাস পাওয়া ব্যক্তি হচ্ছেন একই গ্রামের আজিম উদ্দিন (৪০)।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইফতেখার উদ্দিন আহম্মদ মাসুদ জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আলমপুর গ্রামের কৃষক আব্দুস সাত্তারের সঙ্গে আসামিদের মামলা চলছিল। ২০১৪ সালের ১৪ আগষ্ট মামলার কাজে আব্দুস সাত্তার নেত্রকোণা সদরে অবস্থিত আদালতে যাচ্ছিলেন।

এ সময় পূর্বধলার বাদপুর গ্রাম এলাকায় পৌঁছলে আসামিরা তাকে কুপিয়ে হত্যা করে রাস্থার ওপর ফেলে রাখে। পরদিন নিহতের ছেলে উজ্জল মিয়া থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৫ সালের ১৬ জুন আদালতে অভিযোগপত্র দেয়।

বাংলাদেশ সময়: ১৫:১৫:৪২   ২২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ