৩০ রানে অলআউট বাংলাদেশ নারী দল

প্রথম পাতা » খেলাধুলা » ৩০ রানে অলআউট বাংলাদেশ নারী দল
বুধবার, ৩ অক্টোবর ২০১৮



---অবিশ্বাস্য হলেও সত্য। পাকিস্তান নারী দলের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৩০ রানেই সবকয়টি উইকেট হারিয়েছে বাংলাদেশ নারী দল। সেই সাথে ম্যাচ হেরেছে ৫৮ রানের ব্যবধানে।

কক্সবাজারে বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচ আউটফিল্ডের ত্রুটির কারণে শুরু হতে একটু দেরি হয়েছে। অবশ্য ম্যাচ শেষ হতে দেরি হয়নি। টি-টোয়েন্টি ম্যাচটির পরিসর কমে দাঁড়ায় ১৪ ওভারে। প্রথমে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ৮৮ রান তোলে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন অধিনায়ক জাভিরা খান। বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার ২টি উইকেট শিকার করেন। এছাড়া জাহানারা আলম ও লতা মন্ডল ১টি করে উইকেট লাভ করেন।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ দল ৩০ রানেই গুটিয়ে যায়। দলের কেউই দুই অঙ্কে যেতে পারেননি! রুমানা আহমেদ দলের পক্ষে সর্বোচ্চ রান করেন। তার রান ৯! তারপরের সর্বোচ্চ রান ৬, ৩, ২, ১। রানের খাতাই খুলতে পারেননি তিনজন। পাকিস্তানের আনাম আমিন তিন ওভারে কোনো রান না দিয়ে ৩টি উইকেট তুলে নেন! এছাড়া আইমান আনোয়ার, নাসরা সান্ধু ও নিদা দার ২টি করে উইকেট পেয়েছেন। সানা মির নিয়েছেন ১টি উইকেট।

তিন ওভার বল করে ৩ মেডেনসহ ৩ উইকেট নিয়ে আনাম আমিন ম্যাচসেরা হয়েছেন। সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৫ অক্টোবর।

বাংলাদেশ সময়: ১৯:১০:০৫   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ