ভারতের ৪৬ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রঞ্জন গগৈ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতের ৪৬ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রঞ্জন গগৈ
বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮



--- ভারতের ৪৬ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রঞ্জন গগৈ। গতকাল বুধবার শপথ নিয়েছেন তিনি। তাকে শপথবাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

রাষ্ট্রপতি ভবনের দরবার হলে গগৈর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে হাজির ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন।

ভারতের উত্তরপূর্ব থেকে এই প্রথম কেউ প্রধান বিচারপতির দায়িত্ব পেয়েছেন। আগামী বছরের নভেম্বর পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন গগৈ।
প্রধান বিচারপতি হিসেবে রঞ্জন গগৈর নাম প্রস্তাব করেছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র। এ বছরের সেপ্টেম্বরে সে প্রস্তাব অনুমোদিত হয় দেশের রাষ্ট্রপতির কাছ থেকে।

প্রসঙ্গত, স্থায়ী বিচারপতি হিসেবে গগৈ কাজ শুরু করেছিলেন ২০০১-এর ফেব্রুয়ারি থেকে। এর পর ২০১০ সালে তিনি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বদলি হন এবং সেখানকার প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন ২০১১ সালে। ২০১২ সালের ২৩ এপ্রিলে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কাজ শুরু করেন।

এ বছর ১২ জানুয়ারি বিচারপতি গগৈ এবং আরও তিনজন বিচারপতি, জে চেলেমেশ্বর (অধুনা অবসরপ্রাপ্ত), মদন বি লোকুর, এবং কুরিয়ান জেসেফ প্রধান বিচারপতির কার্যধারা নিয়ে প্রশ্ন তুলে বেনজির সাংবাদিক সম্মেলন করার পর রঞ্জন গগৈয়ের পদোন্নতি নিয়ে সংশয় তৈরি হয়েছিল। -ইন্ডিয়ান এক্সপ্রেক্স ও নিউজ১৮

বাংলাদেশ সময়: ১৫:১২:২৫   ১৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ