বিশ্ব শিক্ষক দিবসের আলোচনায় শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশ্ব শিক্ষক দিবসের আলোচনায় শিক্ষামন্ত্রী
শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮



---শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকদের হাতেই দেশের ভবিষ্যৎ
প্রজন্মকে গড়ে তোলার দায়িত্ব, তাঁরা নতুন প্রজন্মকে দক্ষ ও যোগ্য মানুষ
হিসেবে তৈরি করবেন। মানুষ গড়ার মূল কাজটি তাঁরাই করছেন। শিক্ষকদের
তাই যথাযথ সন্মান ও মর্যাদা দিতে হবে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সকল
শিক্ষককে অভিনন্দন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে
দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব শিক্ষককদেরকে নিতে হবে।
শিক্ষামন্ত্রী আজ ঢাকায় আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেন
মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস-২০১৮ উপলক্ষে আলোচনা ও বরেণ্য শিক্ষক
সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বাংলাদেশ
কারিগরি শিক্ষা কল্যাণ সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।
শিক্ষামন্ত্রী বলেন, ২০০৯ সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখন
দেশে কারিগরি শিক্ষা একেবারেই অবহেলিত ছিল। এ খাতে বাস্তবসম্মত কোন
উদ্যোগ অতীতে নেওয়া হয়নি। বর্তমান সরকার কারখানার মালিক,
বিনিয়োগকারী ও অভিভাবকদের সাথে আলাপ করে এ খাতে বিভিন্ন সংস্কার
কার্যক্রম গ্রহণ করে। কারিগরি শিক্ষা যুগোপযোগী করতে নতুন কারিকুলাম
ও চাহিদা মোতাবেক ট্রেড চিহ্নিত করে শিক্ষার্থীদের এ বিষয়ে আগ্রহী করে
তোলা হয়। এখন ভর্তি হার ১৪ শতাংশের অধিক। ২০২০ সালে তা ২০ শতাংশে
উন্নীত হবে। তিনি বলেন, শিক্ষকদের উপযুক্ত করে গড়ে তোলার জন্য কারিগরি
শিক্ষার ক্ষেত্রে যে গুরুত্ব দেওয়া হয়েছে, তা অন্য কোন সেক্টরে দেওয়া হয়নি।
শিক্ষকদের বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া চীন সরকার
বাংলাদেশের কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে।
জনাব নাহিদ বলেন, বাস্তব কর্মজীবনের সাথে সম্পৃক্তি ছাড়া শিক্ষা
অর্থহীন। এজন্য নতুন প্রজন্মকে দক্ষতামূলক শিক্ষায় শিক্ষিত করতে হবে।
কারিগরি শিক্ষায় শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে হবে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি মোঃ নাজমুল
ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা
বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভূঞা, মাধ্যমিক ও উচ্চ
শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক খান, কারিগরি শিক্ষা বোর্ডের
চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান এবং টেকনিক্যাল এডুকেশন
কনসোর্টিয়াম অভ্ধসঢ়; বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ।
অনুষ্ঠানে পাঁচজন বরেণ্য শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। পিআইডি

বাংলাদেশ সময়: ২০:২৬:৫৭   ২৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ