ঝিনাইদহে চালক হত্যায় একজন গ্রেপ্তার

প্রথম পাতা » খুলনা » ঝিনাইদহে চালক হত্যায় একজন গ্রেপ্তার
শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮



---ঝিনাইদহ সদর উপজেলার যাদবপুর গ্রামে মনিরুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মনিরুল ওই গ্রামের নাজির উদ্দীন মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন গাড়ি চালক ছিলেন। এ ঘটনায় আনোয়ার হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ।
সদর থানার এসআই শিকদার মনিরুল ইসলাম জানান, নিহতের পিতা নাজির মণ্ডল শুক্রবার সকালে সাতজনকে আসামি করে মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। আনোয়ার হোসেন একই গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে।
তিনি জানান, নিহত ব্যক্তির নামে হত্যা ও ডাকাতি মামলা আছে। ধারণা করা হচ্ছে- নিজেদের মধ্যে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল শেখ জানান, রাতে মনিরুল পাশের চায়ের দোকান থেকে চা খেয়ে বাড়ি ফিরছিল। পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। মনিরুলের চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০:৩৬:০৯   ২৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা: আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা
মাগুরায় হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩
সাতক্ষীরায় সীমান্তে ১৪৮টি আংটিসহ একজন আটক
খুলনায় হত‌্যা মামলায় একজনের ফাঁসির আদেশ
খুলনা-মংলা ব্রডগেজ লাইনের ৭৫ ভাগ কাজ সম্পন্ন
যশোর মণিরামপুরে যুবককে কুপিয়ে হত্যা
নড়াইলে সাংসদের স্ত্রীর বিরুদ্ধে মামলা
ভারতে পাচারকালে ২২ বাংলাদেশি উদ্ধার, গ্রেফতার ১
সাড়ে ৩ কোটি টাকা আত্মসাত করায় কর কর্মকর্তা চাকরিচ্যুত
সরকারি সম্পত্তি সুষ্ঠু নজরদারিতে ভূমি ডাটা ব্যাংক ব্যবহার করা হবে- ভূমিমন্ত্রী

আর্কাইভ