সুজিতের ‘বায়না’ মেটাতেই পিতৃপক্ষে পুজোর উদ্বোধনে মমতা

প্রথম পাতা » আন্তর্জাতিক » সুজিতের ‘বায়না’ মেটাতেই পিতৃপক্ষে পুজোর উদ্বোধনে মমতা
শনিবার, ৬ অক্টোবর ২০১৮



--- পিতৃপক্ষে পুজোর উদ্বোধন! মহালয়ার আগে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর সূচনা ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক৷ শুক্রবার বিকেলে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সেই বিতর্কে জল ঢাললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
ছবি সৌজন্যে : মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ

ভিআইপি রোড লাগোয়া লেক টাউনের ওই পুজোর মূল উদ্যোক্তা বিধায়ক সুজিত বসু৷ এদিন পুজোর উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন সুজিতের ‘বায়না’ মেটাতেই তিনি মহালয়ার আগে পুজোর উদ্বোধন করলেন৷

কিন্তু মহালয়াতেই তো দেবীপক্ষের সূচনা৷ তার আগে কীভাবে পুজোর উদ্বোধন হয়, এই প্রশ্ন উঠছিল বারবার৷ মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কার্যত সেই প্রশ্নেরই উত্তর দিয়েছেন শ্রীভূমির মঞ্চ থেকে৷

বলেছেন, ‘‘আমি প্রদীপ জ্বালাবো না৷ আমি কতগুলো মঙ্গালাচার মেনে চলি৷ আমার ধর্ম, আমার বিশ্বাস৷ দেবীপক্ষ হওয়ার পরই প্রদীপ জ্বালাতে হবে৷ দেবীপক্ষ হওয়ার পরই আমি চণ্ডীপাঠ করব৷’’
ছবি সৌজন্যে : মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ

মুখ্যমন্ত্রী কলকাতার বহু পুজোর উদ্বোধন করেন৷ সেই কারণেই মহালয়ার আগে শ্রীভূমির পুজোর উদ্বোধনের ব্যবস্থা করতে তিনি সুজিত বসুকে বলেছিলেন বলেও মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেন৷

কেন তিনি এমন বলেছিলেন, সেই ব্যাখ্যাও এদিন দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর মতে, দুর্গাপুজো বাঙালির জাতীয় উৎসব৷ এটা একাধারে আনন্দোৎসব, তো অন্যদিকে মিলনোৎসব৷ সেই উৎসব যত আগে শুরু হয় তত ভালো৷
ছবি সৌজন্যে : মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ

এদিন ওই পুজোর উদ্বোধনে গিয়ে শ্রীভূমির প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে দরাজ হয়ে সুজিত বসুর পারফরম্যান্সের সার্টিফিকেট দিয়েছেন৷ বলেছেন, ‘‘সুজিত নিজের এলাকাকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখে৷’’

পাশাপাশি তিনি সাধারণ মানুষের কাছেও এলাকাকে পরিষ্কার রাখার আবেদন করেছেন৷ যেভাবে সবাই নিজের ঘর পরিষ্কার রাখেন, সেভাবেই বাংলাকে পরিষ্কার রাখার আবেদন করেছেন তিনি৷ বলেছেন, ‘‘মনটা পরিষ্কার তো সব পরিষ্কার৷’’

বাংলাদেশ সময়: ১৫:২২:২৩   ২১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ