বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ হয়নি তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের। তবে খালেদার ব্যবস্থাপত্র দেখেছেন চিকিৎসকরা।
রবিবার দুপুরে বিএসএমএমইউয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন।
তিনি বলেন, খালেদা জিয়ার ব্যবস্থাপত্র দেখে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছেন নতুন করে পরীক্ষা না হওয়া পর্যন্ত আগের ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা চলবে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছর কারাদণ্ড পেয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া। এর মধ্যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাসহ আরও বেশ কটি মামলায় তার বিচারকার্য চলছে। খালেদা জিয়া অসুস্থ দাবি করে বারবার বিএনপির পক্ষ থেকে তার বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দাবি করা হচ্ছে।
খালেদার স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি বিশেষ বোর্ড গঠন করার নির্দেশনাসহ তার চিকিৎসা সেবা সংক্রান্ত যাবতীয় নথিপত্র দাখিলের নির্দেশনা চেয়ে গত ৯ সেপ্টেম্বর একটি রিট করা হয়।
এর মধ্যে গত ১৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড পুরনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করেন। পরদিন ১৬ সেপ্টেম্বর সে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দাখিল করা হয়। যেখানে স্বাস্থ্যগত পরিস্থিতি বিবেচনায় খালেদা জিয়াকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়ার মত দেয় মেডিকেল বোর্ড। তবে যে হাসপাতালে সব ধরনের চিকিৎসা সুবিধা রয়েছে সে হাসপাতালের কথা সুপারিশ করা হয়। সে বিবেচনায় বিএসএমএমইউ হাসপাতালের কথা উল্লেখ করা হয় প্রতিবেদনে।
রিট আবেদনের পর ৪ অক্টোবর দুপুরে হাইকোর্টের একটি বেঞ্চ খালেদাকে বিএসএমএমইউতে দ্রুত চিকিৎসা এবং ভর্তির জন্য ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠনে নির্দেশনা দেন। সেদিন রাতেই এই আদেশের কপি কারাগারে ও বিএসএমএমইউতে পৌঁছায়। এরপর উভয় কর্তৃপক্ষই খালেদাকে হাসপাতালে ভর্তির প্রস্তুতি শুরু করে। এরপর গতকাল শনিবার বিএনপি চেয়ারপারসনকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালের কেবিন ব্লকের ৬ তলায় ৬১১ নম্বর কেবিনে ভর্তি করা হয়।
রবিবার দুপুরে খালেদাকে দেখে তার চিকিৎসার ব্যাপারে পরবর্তী করণীয় নির্ধারণ করার কথা ছিল তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের। কিন্তু নির্ধারিত দিনে বিএনপি প্রধানের সঙ্গে সাক্ষাৎ হয়নি মেডিকেল বোর্ড সদস্যদের।
বিএসএমএমইউয়ের পরিচালক আব্দুল্লাহ আল হারুন বলেন, ‘দুপুর সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে মেডিকেল বোর্ডের সদস্যরা গিয়েছিলেন। সেখানে তারা অপেক্ষা করেছেন তবে সাক্ষাৎ হয়নি। তারা খালেদা জিয়ার ব্যবস্থাপত্র দেখেছেন। আগামীকাল যেকোনো সময় মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।
বিএসএমএমইউয়ের পরিচালক বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এখানে কোনো ব্যত্যয় ঘটেনি। যারা বোর্ডে রয়েছেন তাদের কেউ ড্যাব বা স্বাচিপের কার্যনির্বাহী কমিটির সদস্য নন।
এছাড়া মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. সজল ব্যানার্জি ঢাকায় বাইরে রয়েছেন তার পরিবর্তে ডা. তাসনিয়া পারভীনকে বোর্ডে নিযুক্ত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিএসএমএমইউয়ের অতিরিক্ত পরিচালক নাজমুল করিম মানিক ও খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সভাপতি ডা. মো. এম এ জলিল।
বাংলাদেশ সময়: ১৫:২১:২৫ ২২৫ বার পঠিত