ফরিদপুরে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ৫ দিন ব্যাপী নাট্যোৎসব। চলবে ১২ অক্টোবর পর্যন্ত।
‘পুস্পহাতে সূর্য্য জ্যোতি’ শীর্ষক এই উৎসবের আয়োজন করেছে ঢাকার নাট্য দল উৎস নাট্যদল। এ উপলক্ষে আয়োজক সংস্থা রবিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।
এতে বলা হয়, উৎসবের প্রথম দুই দিন নাট্যকার মান্নান হীরার ৬ টি পথ নাটক প্রদর্শিত হবে শহরের কোর্ট চত্ত্বর এলাকার উন্মুক্ত স্বাধীনতা চত্ত্বর মঞ্চে। পরবর্তী তিনদিন শহরের জসিম উদ্দিন হলের মঞ্চে প্রদর্শিত হবে ৬ টি নাটক। প্রতিদিন উৎসব চলবে সন্ধ্যা ৬ টা থেকে শুরু হয়ে রাত ৯ টা পর্যন্ত।
উৎসবে ঢাকার আরন্যক নাট্যদল ও উৎস নাট্যদল এবং ফরিদপুরের খেয়ালী নাট্য সম্প্রদায়, তারুন্য নাট্যদল, থিয়েটার সুরলোক, সং থিয়েটার, বাংলা থিয়েটার এই ৭ টি দল অংশ নিচ্ছে।
সাংবাদিক সম্মেলনে ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসানউজ্জামান, নাট্য উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক আমিনুর রহমান ফরিদ, লেখক মফিজ ইমাম মিলন, উৎস নাট্যদলের সভাপতি ইমরান হোসেন ইমু, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, করুনা বিশ্বাস, তাসলিমা ইসলাম লিজাসহ অংশগ্রহনকারী নাট্যদল গুলোর কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:০৪:০২ ২২৯ বার পঠিত