রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আজ বিকেলে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন ইরানের বিদায়ী রাষ্ট্রদূত ড. আব্বাস বায়েজি দেহনবি।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে জানান, এসময় রাষ্ট্রপতি বলেছেন, ইরানের সঙ্গে বাংলাদেশে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিরাজমান।’ রাষ্ট্রপতি আবদুল হামিদ রোহিঙ্গা ইস্যুতে ইরান সরকারের আন্তরিক সমর্থনের বিষয় উল্লেখ করে ইরানের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রপ্রধান এসময় বলেন, বাংলাদেশ ও ইরান বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে একে অপরকে সমর্থন ও সহযোগিতা করে।
বিদায়ী ইরানী রাষ্ট্রদূত বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতি বিশেষ করে নারীর ক্ষমতায়নের প্রশংসা করে বলেন, বিশ্বে এটা একটি দৃষ্টান্ত। রাষ্ট্রদূত মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয়দানের ক্ষেত্রে বাংলাদেশের সময়োচিত ভূমিকারও প্রশংসা করেন।
দেহনবি বলেন, ইরান সরকার রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি তার সমর্থন অব্যাহত রাখবে।
বাংলাদেশে দায়িত্ব পালনকালে তাকে সহযোগিতা করার জন্যও তিনি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ সময়: ১৯:৫২:৫৭ ২০৪ বার পঠিত